শুরু হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। বুধবার একতারা মুক্তমঞ্চে উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায় এবং কবি প্রসূন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
এবারের মেলায় ৪৬০ টি লিটল ম্যাগাজিনের সম্ভার থাকবে। এছাড়াও সাতশোর বেশি কবি সাহিত্যিকদের সম্মেলন হবে। বরেণ্য সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীও হবে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে প্রদর্শনী।
এবারে সাহিত্য উৎসব লিটল ম্যাগাজিন মেলা উপলক্ষে শীর্ষ পংক্তি হয়েছে সুকুমার রায়ের কবিতার লাইন ‘সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন’। কবিতা পাঠের আসরে অংশ নেবেন ৬১২জন কবি। ১৪৪ জন গদ্যকার গদ্যের জন্মকথা বিষয়ক আলোচনা করবেন। আয়োজন করা হয়েছে ১০টি আলোচনা সভা ও সাহিত্য আড্ডার। ৮ জন নবীন- প্রবীণ গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। সব মিলিয়ে প্রায় ৮০০ কবি-সাহিত্যিক-লেখক অংশ নেবেন। অনুষ্ঠান চলবে একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, জীবনানন্দ সভাঘর এবং অবনীন্দ্র সভাঘরে। অর্পণ করা হবে ১২টি সাহিত্য সম্মাননা।