Thursday, August 21, 2025

একতা ও বৈচিত্র্যে ‘একম’ উৎসব উদযাপন অ্যাডামাসের

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ‘একম’। যার মূল লক্ষ্য ছিল উৎসবের আবহে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একতা বৃদ্ধি করা।উপস্থিত সকল শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়। ১১ জানুয়ারি নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হল এই অনুষ্ঠানের শেষ অংশ।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু , সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জাদুকর পিসি সরকার, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংবাদিক কুণাল ঘোষ, কবি জয় গোস্বামী,ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস, ড: কুণাল সরকার,প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, দেবাশীষ দত্ত, বাবুন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।

মন্ত্রী ফিরহাদ হাকিম , ব্রাত্য বসু, ক্লাইভ লয়েডের সঙ্গে বিশিষ্টজনদের সম্বর্ধিত করা হয়। ক্লাইভ লয়েড বলেন, কলকাতা এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। বহুদিন আগে ইডেনে খেলতে এসেছিলাম, আর আজ এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ফের কলকাতায়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় বলেন, অ্যাডামাসে একম উদযাপনের মধ্য দিয়ে জোর দেওয়া হল বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টিতে। এই অঙ্গীকারের যে আনন্দ, তা ভাগ করে নেওয়া হল উপস্থিত সকলের সঙ্গে। এই মুহূর্তগুলো সকলের মনে আজীবন সযত্নে লালিত থাকবে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এক সম্মিলিত চেতনার প্রতীক, যেখানে বৈচিত্রের বিকাশের পাশাপাশি একতাও সমানভাবে উপস্থিত। আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠার যে শক্তি, তা এই অনুষ্ঠানের মধ‌্য দিয়ে প্রকাশিত হয়েছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, অ্যাডামাস এই ক বছরেই শিক্ষাজগতে যে ছাপ রেখেছে, তা আরও দীর্ঘায়িত হবে।

কবি জয় গোস্বামী বলেন, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষা জগতে যে ছাপ রাখছে তার কোনও তুলনা হয় না। এদিন খেল ইন্ডিয়ার কৃতীদেরও পুরস্কার দেওয়া হয়। প্রসঙ্গত, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় হল  উত্তর চব্বিশ পরগনার বারাসতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৪ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত।

আরও পড়ুন- সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আ.তঙ্ক! মিলল পায়ের ছাপ

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...