Monday, May 5, 2025

সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের বিরুদ্ধে যে এফআইআর (FIR against ED) করেছিল রাজ্য পুলিশ, আজ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) বেঞ্চ সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। আগামী ৩১ মার্চ পর্যন্ত ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে কোনও তদন্ত করতে পারবে না পুলিশ।

শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় জওয়ানরা আক্রান্ত হন। সাতসকালে স্থানীয় মানুষকে উস্কানি দেওয়া এবং প্ররোচনার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের বিরুদ্ধে। ঘটনায় ইডির বিরুদ্ধেই FIR দায়ের করা হয়েছিল। আজ সেই এফআইআর-এর ভিত্তিতে তদন্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত। রাজ্যের কাছে এই ঘটনার কেস ডায়েরি তলবের পাশাপাশি ইডির বিরুদ্ধে করা এফআইআর নিয়ে হলফনামা দিতে বলা হয়েছে রাজ্যকে। এদিন এজলাসে বিচারপতি মান্থা জানতে চান, ইডি আধিকারিকেরা কি শাহজাহানের বাড়িতে প্রবেশ করেছিলেন? ইডি জানায়, অনেক বার শাহজাহানকে ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর মোবাইল ব্যস্ত ছিল। ফলে তৃণমূল নেতার বাড়িতে প্রবেশ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। ওই সময়েই তিনি তাঁর অনুগামীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলেন বলেও অনুমান করছে ED। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী দেবাশিস রায় জানান, সুপ্রিম কোর্টের ললিতা কুমারী রায় মোতাবেক অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর গ্রহণ করেছে। এরপরই বিচারপতি প্রশ্ন করেন পুলিশ কি এফআইআর গ্রহণ করার আগে কোন তদন্ত বা অনুসন্ধান করেছিল? সন্দেশখালির ঘটনা নিয়ে প্রথম দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছিল, ইডি শাহজাহানের বাড়ির সামনে যাওয়ায় গোলমাল হচ্ছে। মহিলা এবং শিশুদের আক্রমণ করছেন ইডি আধিকারিকেরা। এমনকি টাকাও চুরি করে নিচ্ছেন। তবে সে দিন দুপুরের দ্বিতীয় এফআইআরে অন্য কথা বলা হয়েছে। দু ধরনের এফআইআর হওয়াতে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি।আগামী ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version