Thursday, August 21, 2025

আফগানিস্তানে কম্পনের জের! ফের কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর-সহ উত্তরাঞ্চল

Date:

ফের কেঁপে উঠল রাজধানী শহর। বৃহস্পতিবার বেলার দিকে আচমকাই কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে শুধু রাজধানী শহরই নয় এদিন জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। পাশাপাশি বাদ যায়নি আফগানিস্তানও। এদিন হিন্দুকুশে বড়সড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।

পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। কেঁপে উঠেছে পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও। তবে এদিনের আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরেই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। এদিকে সূত্রের খবর, ভারতের রাজধানী শহরে ঘরের সিলিং ফ্যানের পাশাপাশি আসবাবপত্রও কেঁপে ওঠে বলে খবর। যার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version