Monday, May 5, 2025

আফগানিস্তানে কম্পনের জের! ফের কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর-সহ উত্তরাঞ্চল

Date:

ফের কেঁপে উঠল রাজধানী শহর। বৃহস্পতিবার বেলার দিকে আচমকাই কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে শুধু রাজধানী শহরই নয় এদিন জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। পাশাপাশি বাদ যায়নি আফগানিস্তানও। এদিন হিন্দুকুশে বড়সড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।

পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। কেঁপে উঠেছে পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও। তবে এদিনের আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরেই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। এদিকে সূত্রের খবর, ভারতের রাজধানী শহরে ঘরের সিলিং ফ্যানের পাশাপাশি আসবাবপত্রও কেঁপে ওঠে বলে খবর। যার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।


Related articles

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...
Exit mobile version