Wednesday, August 27, 2025

রাজ্যের স্কুল শিক্ষা পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় দল!

Date:

কেন্দ্রের মুখে ফের বাংলার প্রশংসা। বাংলার উন্নয়নমূলক কাজ এবং পরিষেবা বারবার সেন্ট্রাল টিমের মন জয় করেছে। এবারও তার ব্যতিক্রম হল না।রাজ্যের স্কুল শিক্ষা ও পরিকাঠামোর প্রশংসা করলেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা।মূলত বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাধিক ব্লকে পরিদর্শন করার কথা জানিয়েই রাজ্যকে চিঠি পাঠিয়ে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেইমতো গত ৮ তারিখ থেকে তিন দিন ধরে চলে পরিদর্শন। এরপরই স্কুলের ভিজিটর বুকে স্কুলগুলির ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় টিমের সদস্যরা বলে জানা যাচ্ছে।

গত ৩ জানুয়ারি কেন্দ্রের শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে মূলত মিড ডে মিল থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযান সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের অধীনে বিভিন্ন শিক্ষা প্রকল্প নিয়ে পরিদর্শন করতে চায় কেন্দ্র। বিশেষভাবে বাঁকুড়া জেলার মোট ১২ টি ব্লক যার মধ্যে ছাতনা, শালতোড়া, খাতরা, হীরাবাদ, রানীবাদ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরার মতো ব্লকগুলি পরিদর্শন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা ছিল। সবটা খতিয়ে দেখার পর আধিকারিকদের মুখে প্রশংসার বন্যা। তবে রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নতুন নয়। এর আগে একাধিক ইস‍্যুকে নিয়েও কেন্দ্রীয় টিম রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিদর্শনে এলেও রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যৌথ পরিদর্শনকারী দল রাজ্যের মতামত না নিয়ে রিপোর্ট তৈরি করেছিল। তবে এসবের মাঝেই এই প্রশংসা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version