Friday, August 22, 2025

বেশি করে সন্তান জন্ম দিন, মোদিজি দেখে নেবেন: BJP মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Date:

আরও বেশি বেশি করে সন্তানের জন্ম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতে খাওয়া-পড়ার কোনও সমস্যা থাকবে না। হিন্দু মহিলাদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন রাজস্থানের বিজেপি মন্ত্রী বাবুলাল খারাদি। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যপক চর্চা শুরু হয়েছে রাজস্থান রাজনীতিতে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার অর্থাৎ ৯ জানুয়ারি। উদয়পুর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নাই গ্রামে বিকাশ সংকল্প যাত্রা উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও। বিকাশ সংকল্প যাত্রার মঞ্চ থেকে কেন্দ্রের বিভিন্ন জনহিতকর প্রকল্পের প্রশংসা করে মন্ত্রী বাবুলাল খারাদি বলেন, দেশের সবার মুখে অন্ন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমস্ত মানুষের যাতে ঘর থাকে, তার জন্য পরিকল্পনা করেছেন। এরপরেই মহিলাদের আরও বেশি করে সন্তানের জন্ম দেওয়ার জন্য আবেদন জানান তিনি। সন্তানদের জন্য চিন্তার প্রয়োজন নেই বলে আশ্বাস দেন। বাবুলালের মতে, কেন্দ্র কম দামে গ্যাস সিলেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সংসার চালাতে সমস্যা থাকা উচিত নয়।

অবশ্য যে বাবুলাল এই মন্তব্য করেছেন তাঁর নিজের পরিবার নেহাত ছোট নয়। দু’বার বিয়ে করেছেন বাবুলাল তাঁর প্রথম স্ত্রীর নাম তেজু দেবী। দ্বিতীয় স্ত্রী মণি দেবী। তাঁর মোট ৮টি সন্তান রয়েছে। খারাদি ছোটবেলা থেকে আরএসএসের সক্রিয় সদস্য। ২০০৩ সালে উদয়পুর জেলার ঝাদোল আসন থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে ফের জিতলেও, ২০১৩ সালে হেরে গিয়েছিলেন। ২০১৮ সালে ফের বিজেপি বাবুলালকে নির্বাচনী টিকিট দিয়েছিল। ২০২১ সালে সেরা বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানে ক্ষমতা এসেছে বিজেপি। চতুর্থবার বিধায়ক নির্বাচিত হয়ে আদিবাসী অঞ্চল উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version