Monday, November 17, 2025

বিমানের চেয়ে ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে কেন গোয়া যান সূচনা? উত্তর খুঁজছে পুলিশ

Date:

সূচনা কাণ্ডে নয়া তথ্য! সস্তার বিমানের টিকিট পেয়েও ট্যাক্সিতেই যাওয়ার জন্য জোরাজুরি করেছিলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও সূচনা শেঠ বলে দাবি গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীদের। কিন্তু কেন সস্তার বিমান পেয়েও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

নিজের চার বছরের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ। উল্লেখ্য গত ৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ।

এই ঘটনার তদন্তে গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীঅ্যাপার্টমেন্টের ম্যানেজার পুলিশের কাছে দাবি করেছেন, বেঙ্গালুরুতে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেছিলেন সূচনা। সস্তার বিমানের ভাড়ায় না গিয়ে বরং তার চেয়ে দশগুণ বেশি ভাড়া দিয়ে তাঁকে ট্যাক্সিতেই বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এবং তিনি যে ট্যাক্সি ছাড়া অন্য কোনও উপায়ে যাবেন না, সে কথাও জানিয়ে দেন। অ্যাপার্টমেন্টের কর্মীদের আরও দাবি, সূচনার ‘জোরাজুরি’তে শেষমেশ ট্যাক্সি ভাড়া করা হয়। ৩০ হাজার টাকা ট্যাক্সিভাড়াতেও রাজি হয়ে যান কিন্তু কেন সস্তার বিমান পেয়েও ১০ গুণ ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন- র‍্যাকেট হাতে স্মিথ, ব্যাট হাতে জোকোভিচ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version