Saturday, August 23, 2025

জন্মজয়ন্তীতে স্বামীজিকে শ্রদ্ধা, সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দুপুর ৩ টে ২০ নাগাদ স্বামীজির বাড়ি পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রতি বছরই এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান অভিষেক। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। এদিন স্বামীজির বাসভবনে পৌঁছে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মাল্যদান করেন স্বামীজির মূর্তিতে। মহারাজকে পুষ্পস্তবক দিয়ে পরিয়ে দেন উত্তরীয়। পাল্টা মহারাজও উত্তরীয় পরান অভিষেককে। সেখানে থেকে স্বামীজির বাড়ির শিবমন্দিরে পুজো দেন এবং স্বামীজি, শ্রী রামকৃষ্ণ ও মা সারদার প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর বেশ কিছুক্ষণ মহারাজদের সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “১৬২ তম জন্ম জয়ন্তীতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে মহারাজদের আশীর্বাদ নিয়েছি। প্রার্থনা করেছি, আপামর বঙ্গবাসীর যেন খুব ভালো কাটে নতুন বছর। পাশাপাশি তাঁর মতাদর্শকে প্রেরণা হিসেবে নিয়ে আমরা আগামীদিনে সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেটাই আমাদের পথচলা হোক।” এর পরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা একেবারেই অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটূ। তবে এখানে সকলের আসার অধিকার আছে।” আজ সকালেই স্বামীজির বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন।

এরপর তিনি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে বেরিয়ে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবনে যান। গত বছর, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তিনি তৃণমূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেই কাজ কেমন চলছে, তা দেখতেই সেখানে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version