Saturday, August 23, 2025

শীতের (Winter) কামড়ে কার্যত জবুথবু রাজধানী শহর (Delhi)। নতুন বছরের শুরুতেই ঠাণ্ডার (Winter) দাপটে রীতিমতো বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শুক্রবার দিল্লির পারদ নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। মৌসম বিভাগের (IMD) তরফে জানানো হয়েছে এটাই এখনও পর্যন্ত দিল্লিতে মরসুমের শীতলতম দিন। পাশাপাশি আবহাওয়া দফতরের (Weather Office) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার রাজধানী শহরের তাপমাত্রা চলতি মরসুমের গড় তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি কম। বিগত ৫ বছরে এটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা।

আইএমডি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার দিল্লি-এনসিআরেও ঘন কুয়াশার দাপট ছিল। আর সেকারণে বিপর্যস্ত হয় জনজীবন। সূত্রের খবর, এদিন ভোর ৫.৩০ মিনিটে রাজধানী শহরের দৃশ্যমানতা ছিল শূন্য। এদিকে ভারতীয় রেল সূত্রে খবর, এদিনের ঘন কুয়াশার জেরে দিল্লিগামী ২৩টি ট্রেন অনেক দেরিতে চলছে। পাশাপাশি এদিনের আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও বিমান পরিচালনায় বড়সড় কোনও প্রভাব পড়েনি। এদিকে শুক্রবারের আইএমডি বুলেটিনে বলা হয়েছে এদিন সকাল ৮.৩০ টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে আগামী ৫ দিন দিল্লি-সহ উত্তর ভারতে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

তবে ভারতের আবহাওয়া দফতরের মতে, শুক্রবার রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন অঞ্চলে সকালে কয়েক ঘন্টার জন্য ঘন কুয়াশা অব্যাহত থাকবে। আগামী দুই দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 


Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version