Saturday, November 8, 2025

২৪-এর লোকসভার দায়িত্বে ‘না’ কংগ্রেসের ভোটকুশলী সুনীলের

Date:

কর্ণাটক ও তেলেঙ্গানা দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সুনীল কানু গোলু। এমনকি রাজস্থান ও মধ্যপ্রদেশে তাঁর পরামর্শ না শোনার জন্যই কংগ্রেসের লজ্জার হার হয়েছে বলে মনে করে কংগ্রেস হাইকম্যান্ড। ‘হাত’ শিবিরের অন্যতম নির্ভরযোগ্য এই ভোটকুশলী আসন্ন লোকসভা নির্বাচনে দায়িত্ব নেবেন না বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই রাজ্য হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন সুনীল যার জেরেই লোকসভা নির্বাচনে ভোটকুশলীর দায়িত্ব নিতে নারাজ তিনি।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ মাসে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে নিজের টিম সঙ্গে নিয়ে জোরকদমে ঝাপিয়ে পড়েছেন সুনীল। লক্ষ্য এই দুই রাজ্যে কংগ্রেসকে জয়ী করা। যার জেরেই লোকসভার দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন এই ভোটকুশলী। এই প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, সুনীলের লোকসভার দায়িত্ব না নেওয়া দলের জন্য যে একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দুই রাজ্য তিনি যদি বিজেপির থেকে কেড়ে আনতে পারেন তবে নিশ্চিতভাবে কংগ্রেসের জন্য তা দীর্ঘমেয়াদি লাভের।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া নির্বাচনে ‘সুনীল ম্যাজিক’ সম্পর্কে অবগত কংগ্রেস হাইকম্যান্ড। দুই রাজ্যে জয় তো বটেই শীর্ষ নেতৃত্ব মনে করেন রাজস্থান ও মধ্যপ্রদেশে গেহলট ও কমলনাথ যদি সুনীলের পরামর্শ মানতেন সেক্ষেত্রে এই দুই রাজ্যেও আজ হাতের পতাকা উড়ত। ফলে লোকসভা নির্বাচনে সুনীল কাজ করুক দল এমনটা চাইলেও, লোকসভায় ইন্ডিয়া জোটের সমিকরণে আসন ভাগাভাগির জটিলতায় কাজ করা অত্যন্ত কঠিন। তাই আপাতত হরিয়ানা ও মহারাষ্ট্রকে পাখির চোখ করে এগোতে চান সুনীল। কংগ্রেসও চায় দূরদৃষ্টি পরিকল্পনা সাজিয়ে সুনীলকে ব্যবহার করতে।

Related articles

কবিগুরুর অপমান মানব না! বাংলা-বিদ্বেষী বিজেপিকে উৎখাতের ডাক শশীর

বিজেপির রন্ধ্রে রন্ধ্রে বাংলা-বিদ্বেষ! তাই বাংলাকে কলুষিত করতে এখন বাংলার বিশ্ববন্দিত মনীষীদেরও ছাড়ছে না বিজেপি। কেন্দ্রের বাংলাবিরোধী দলের...

বারাবনির খোলামুখ খনিতে ধসে মৃত্যু, নিখোঁজ ১

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansole) বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে (Barabani Open-pit Mine) ব্যাপক ধস (Collapse)। কয়লা কাটতে...

দোষ ঢাকতে কোপ! কর্তব্যে গাফিলতি, আট BLO-কে শোকজ

৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআর-এর ম্যাপিং প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন...

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa...
Exit mobile version