ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে : সূত্র

সুপার কাপের প্রথম ম্যাচে শ্রিনিধি ডেকান এফসির বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ক্লিফোর্ড মিরান্ডার দল। এর মধ্যেই হায়দরাবাদের

অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গেলেন মোহনবাগান সুপার জায়েন্ট-এর স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে ভারতের ভিসা পেলেন তিনি। সব ঠিক থাকলে আগামী সোমবার ভুবনেশ্বরে মোহনবাগান দলের সঙ্গে যোগ দিতে পারেন হাবাস। সুপার কাপের ডার্বি আগামি শুক্রবার। তার আগেই কোচের হট সিটে দেখা যেতে পারে হাবাসকে। জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করার পর, হাবাসের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।

সুপার কাপের প্রথম ম্যাচে শ্রিনিধি ডেকান এফসির বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ক্লিফোর্ড মিরান্ডার দল। এর মধ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচে কি দেখা যাবে হাবাসকে? সম্ভাবনা সেরকমই। ফলে ডার্বি ম্যাচে হয়ত ডাগ আউটে দেখা যাবে তাঁকে। ডার্বি ম্যাচের আগে ডিফেন্সের সমস্যায় ভুগতে হচ্ছে হাবাস বাহিনীকে। গোল খাওয়ার সমস্যা মেটাতে হবে। তা হলে অনেকটাই চাপমুক্ত হবে মোহনবাগান।

দলের সঙ্গে না থাকলেও, ফোনে দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নির্দেশ দিয়েছেন হাবাস। তবে এবার সশরীরে আসতে চলেছেন তিনি। এর মধ্যে ভারতীয় দলের ক্যাম্পে সাত ফুটবলার চলে যাওয়ায় বেশ চাপে পড়তে হয়েছে মোহনবাগানকে। তবে আনোয়ার আলি দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা হলেও সুবিধা পেয়েছে মোহনবাগান। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি মোহনবাগান। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হাবাসই। তবে সাইডব্যাক খুঁজলেও এই পজিশনে কোনও ফুটবলার পাওয়া যাচ্ছে না বলেই সবুজ-মেরুন সূত্রের খবর। আসলে ক্যাপ্টেন শুভাশিস বসু সমস্ত ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাঁর যদি চোট লেগে যায় তা হলে কী হবে? সেটাও এখন বেশ ভাবাচ্ছে মোহনবাগানকে। এর মধ্যেই দেশে এসে যাচ্ছেন হাবাস। ফলে সেই সমস্যাও সমাধান হয়ে যেতে পারে। কারণ দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস