Friday, December 19, 2025

রামপুরহাটে SFI-র সভায় চূড়ান্ত বি.শৃঙ্খলা! দীপ্সিতার বক্তব্যের প্র.তিবাদ করায় আ.টক যুবক, জুটল মা.রধরও

Date:

Share post:

বক্তব্যের প্রথম থেকেই রাম মন্দির (Ram Mandir) নিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে (BJP) লাগাতার আক্রমণ! আর তা শুনেই চরম ক্ষুব্ধ হন উপস্থিত এক যুবক। শনিবার রামপুরহাটে (Rampurhat) সভা ছিল বাম যুব সংগঠন এসএফআইয়ের (SFI)। সেই সভাতেই এদিন বক্তব্য রাখছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর (Dipshita Dhar)। আর সেই সভাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। স্থানীয় সূত্রে খবর, এদিন দীপ্সিতার ভাষণে আপত্তি জানানোয় যুবককে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করে দেন এসএফআই সমর্থকরা। জানা গিয়েছে, যুবকের নাম অমিত মণ্ডল (৩৫)। এদিন তাঁকে মারধরের অভিযোগও ওঠে। পরে যুবককে আটক করে থানায় নিয়ে যায় রামপুরহাট থানার পুলিশ।

সূত্রের খবর, এদিন দীপ্সিতার বক্তব্যে একাধিক প্রসঙ্গ উঠে আসে। বক্তব্যে যেমন ছিল লোকসভা নির্বাচন, সন্দেশখালি প্রসঙ্গ তেমনই রাম মন্দির নিয়ে এদিন বক্তব্যের শুরু থেকেই গেরুয়া শিবিরকে আক্রমণ করেন সিপিআইএম নেত্রী। যুবকের অভিযোগ, এদিন প্রথম থেকেই রাম মন্দির নিয়ে কমেন্ট করে যাচ্ছিলেন দীপ্সিতা। আর সেকারণেই যুবক চরম ক্ষোভপ্রকাশ করেন। কিন্তু শুধুমাত্র প্রতিবাদ করাতেই এমন পরিণতি হবে তা হয়তো কেউই ভাবতে পারেননি। এরপর আচমকাই তাঁকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করেন লাল ঝাণ্ডাধারীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ধাক্কাধাক্কির জেরে মাটিতে পড়ে যান অভিযুক্ত। তারপরই তাঁকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যে, ওই যুবককে আটক করে রামপুরহাট থানায় আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এদিনের এসএফআই-এর সভাস্থল দ্রুত রণক্ষেত্রের চেহারা নেয়। এদিকে তাঁর বক্তব্যের প্রতিবাদ করায় কিছুক্ষণের জন্য বক্তব্য থামিয়ে দেন দীপ্সিতাও। এসএফআই সমর্থকদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় অমিত মণ্ডলের। তাঁকে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। যদিও অমিতের দাবি, তিনি কিছুই বলেননি।

তবে এদিনের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা দীপ্সিতাকে প্রশ্ন করলে তিনি জানান, ইংরাজিতে একটা কথা আছে মায়োপিয়া। শব্দটির অর্থ আপনি সমস্তটা দেখতে পারেন না। অল্পটা দেখতে পারেন। আমার মনে হয়, তেমন একটা কোনও রোগ ওঁরও হয়েছে। আমি অনেকগুলো কথা বলেছি। কৃষকের কথা, শ্রমিকের কথা-এমনকি মহিলা কুস্তিগীরদের কথা বলেছি। এই সমস্ত কিছু ছাড়া উনি কেবল রাম মন্দির শব্দটাই বেশি শুনতে পেরেছেন। ফলে, যাঁরা গণ্ডগোল করতে চান, সমস্যা করতে চান, তাঁরা আমার অনেক কিছু খুঁজে বের করবেন। তিনি আরও জানান, আমরা যাঁরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা যাঁরা দায়িত্বশীল রাজনীতিক, আমরা জানি আমরা এমন কোনও কথা বলিনি যেটা অযোক্তিক, কোনওভাবে মিথ্যা। ফলে, আমরা যা বলেছি, আমরা তার পক্ষেই দাঁড়িয়ে আছি। আমরা কোথাও কোনও ভুল করিনি। যে মানুষের গায়ে লাগছে, তাঁরা আসলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছু শুনতে পারছেন না। শনি ও রবিবার দু’দিন এসএফআই-এর জেলা সম্মেলন রয়েছে। সেই উপলক্ষে শনিবার দুপুরে রামপুরহাট ছ ফুঁকোর কাছে সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার প্রধান বক্তা ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক দীপ্সিতা ধর। তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় রামমন্দির ও হিন্দুদের নিয়ে রাজনীতি সংক্রান্ত বক্তব্য রাখেন। তখনই প্রতিবাদ জানান অমিত।

 

 


spot_img

Related articles

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...