Sunday, May 4, 2025

ম.র্মান্তিক! তেলেঙ্গানায় যাত্রীবাহী বাসে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, মৃ্.ত্যু জীবন্ত দ.গ্ধ মহিলার

Date:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনার (Massive Accident) সাক্ষী তেলেঙ্গানা (Telengana)। আর সেই দুর্ঘটনায় জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন হায়দরাবাদ (Hyderabad) থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি (Passenger Bus)। কিন্তু জোগুলাম্বা গাদওয়ালে কোনওভাবে পাল্টি খায় বাসটি। তবে বাসচালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা  করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন উল্টে যেতেই বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। বাসের আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর। তবে তাঁর আঘাত একেবারেই গুরুতর নয়। পুলিশ সূত্রে খবর, বাস উল্টে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীরা বাসের বাইরে বেরিয়ে এসে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি বলে অভিযোগ। এরপরই আচমকা আগুনের গ্রাসে চলে যায় বাসটি। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বাসটিতে কমপক্ষে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। প্রায় সব যাত্রীই কাঁচের জানালা ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাদের মধ্যে তিনজনকে গাদওয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য সূত্রে খবর, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা গত কয়েক বছরে বিপজ্জনক হারে বেড়েছে। যদিও কীভাবে দূর্ঘটনা কমানো যায় তা নিয়ে সরকারের মাথাব্যথা কিছুতেই কমছে না।

 


Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version