Thursday, August 21, 2025

ম.র্মান্তিক! তেলেঙ্গানায় যাত্রীবাহী বাসে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, মৃ্.ত্যু জীবন্ত দ.গ্ধ মহিলার

Date:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনার (Massive Accident) সাক্ষী তেলেঙ্গানা (Telengana)। আর সেই দুর্ঘটনায় জীবন্ত অবস্থাতেই দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে জগন আমাজন ট্রাভেল এজেন্সির একটি বাসে ঘটে যায় দুর্ঘটনা। এদিন হায়দরাবাদ (Hyderabad) থেকে চিত্তোরের উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি (Passenger Bus)। কিন্তু জোগুলাম্বা গাদওয়ালে কোনওভাবে পাল্টি খায় বাসটি। তবে বাসচালক ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা  করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এদিন উল্টে যেতেই বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় মহিলার। বাসের আরও এক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর। তবে তাঁর আঘাত একেবারেই গুরুতর নয়। পুলিশ সূত্রে খবর, বাস উল্টে যেতেই প্রাণ বাঁচাতে অধিকাংশ যাত্রীরা বাসের বাইরে বেরিয়ে এসে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন। কিন্তু ওই মহিলা নামতে পারেননি বলে অভিযোগ। এরপরই আচমকা আগুনের গ্রাসে চলে যায় বাসটি। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বাসটিতে কমপক্ষে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। প্রায় সব যাত্রীই কাঁচের জানালা ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাদের মধ্যে তিনজনকে গাদওয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে হায়দরাবাদে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য সূত্রে খবর, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনা গত কয়েক বছরে বিপজ্জনক হারে বেড়েছে। যদিও কীভাবে দূর্ঘটনা কমানো যায় তা নিয়ে সরকারের মাথাব্যথা কিছুতেই কমছে না।

 


Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version