Monday, August 25, 2025

‘অমানবিক’ মোদি সরকার! খতিয়ান তুলে ধরে তুলোধ.না তৃণমূলের

Date:

দেশের মানবাধিকার থেকে বাক স্বাধীনতা ও নির্যাতন সহ একধিক ইস্যুতে পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করল তৃণমূল। দেশে মোদি শাসনকালে দেশের নির্যাতন ও হত্যা, মানবাধিকার লঙ্ঘন, জনগণের বাক স্বাধীনতা ও সাম্প্রদায়িক ও জাতিগত হিংসার পরিসংখ্যান তুলে ধরে এদিন বিজেপিকে আক্রমণ করে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস।

বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, দেশে বিজেপি শাসন চলাকালীন পুলিশি হেফাজতে থাকাকালীন মোট ১২৬ জনের মৃত্যু হয়েছে, যা সত্যিই উদ্বেগের পাশাপাশি বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন ১৬৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫৫ টি বিচার বিভাগ বহির্ভূত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ শাসকদলের।

দেশে বাক স্বাধীনতা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল। বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের অভিযোগ, বিরোধী দল ও সাংবাদিকদের টার্গেট করছে বিজেপি। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিরোধীদের অকথ্য নীপিড়ন ও হুমকি দেওয়ারও অভিযোগ এনেছে বিজেপি। তাছাড়া ব্রিজভূষণের মতো মামলায় এত বিলম্বের কারণও এদিন জিজ্ঞেস করেছে তৃণমূল।

এর পাশাপাশি বিজেপি শাসনকালে দেশে যে সাম্প্রদায়িক হিংসা ও ও জাতিগত হিংসা কয়েকগুণ বেড়ে গিয়েছে তার বিরুদ্ধেও এদিন সোচ্চার হয়েছে বিজেপি। বিজেপি শাসনকালেই হরিয়ানায় নূহতে হিংসার ঘটনা ঘটেছে। যেখানে অনেক সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ওই এলাকার মানুষদের বিপুল পরিমানে সম্পত্তি নষ্ট ও অনেক সংখ্যালঘু মানুষদের আটক করে তাদের ওপর নির্যাতন চালায় বিজেপি। অন্যদিকে বিজেপি শাসনকালে মণিপুরেও অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। মণিপুর হিংসায় ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন, বাড়ি-ঘর, গীর্জা সব ধ্বংসস্তুপে পরিণত করে দিয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন- অসমে ভরাডুবি, বাংলায় আকাশ ছোঁয়া প্রত্যাশা! কংগ্রেসকে তীব্র কটাক্ষ অভিষেকের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version