Sunday, May 4, 2025

এরোব্রিজে ঘন্টার পর ঘন্টা আটকে! বিমান ধরতে গিয়ে ভ.য়াবহ অভিজ্ঞতা রাধিকার

Date:

বড়সড় বিপাকে পড়লেন অভিনেত্রী রাধিকা আস্তে (Actress Radhika Apte)। এবার অভিনেত্রীকেই এরোব্রিজের (Aerobridge) মধ্যে আটকে রাখার অভিযোগ এয়ার ইন্ডিগোর (Air Indigo) বিরুদ্ধে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন! ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মুম্বাই বিমানবন্দরে +Mumbai Airport)। অভিনেত্রীর অভিযোগ শনিবার তাঁকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে আটকে রাখে ওই বিমান সংস্থাটি।

ঠিক কী ঘটেছিল? শনিবার মুম্বাই বিমানবন্দরে সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন রাধিকা। তাঁর সকালের বিমান ধরার কথা ছিল। কিন্ত অভিনেত্রী বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে জানানো হয় বিমান ছাড়তে কিছুটা সময় লাগবে। কিন্তু কিছু সময় যে এতখানি দীর্ঘায়িত হবে তা কল্পনাতেও ভাবেননি রাধিকা। তিনি দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন মুম্বাই বিমানবন্দরে। কিন্তু কিছুক্ষণ পরেই বিমান সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনেন তিনি। অভিনেত্রীর দাবি, তিনি ও একদল যাত্রীকে একপ্রকার এরোব্রিজের মধ্যে আটকে রাখা হয়েছিল। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের অভাব ও টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাঁদের। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাধিকা।

রাধিকা ইনস্টাগ্ৰামে লিখেছেন, শনিবার সকাল সাড়ে আটটায় আমার উড়ান ছিল। এখন ১০টা ৫০ বাজে এখনও বিমানে উঠতে পারিনি। কিন্তু বিমান সংস্থা আমাদের এরোব্রিজের মধ্যে একপ্রকার বন্দি করে রেখছে। যাত্রীদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। নিরাপত্তাকর্মীরা এরোব্রিদের দরজা খুলছেন না। কেন দরজা খোলা হবে না সেই সম্পর্কিত কোনও যুক্তিও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল না।

অন্যদিকে, বিমান ছাড়তে দেরির কারণ হিসেবে বলা হয় বিমানের ক্রু বদল হবে। তারপরেই বিমান ছাড়বে। কিন্তু নতুন ক্রু টিম আসেনি। এনিয়ে রাধিকা লিখেছেন, আসলে ওদের ক্রুরা আসেনি। কখন তারা আসবেন তাও তারা বলতে পারছে না। তাই কখন বিমান ছাড়বে তা জানা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- ‘অমানবিক’ মোদি সরকার! খতিয়ান তুলে ধরে তুলোধ.না তৃণমূলের

Related articles

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...

ছয় দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তায় উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা

গ্রীষ্মের ছুটিতে যখন সিকিম ও গ্যাংটকের মতো শীতল পাহাড়ি জায়গাগুলো ভ্রমণপিপাসুদের কাছে স্বর্গসম, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল...

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...
Exit mobile version