Tuesday, August 26, 2025

গোহারা হেরে বাংলার উপর গোঁসা বিজেপির: মিছিল থেকে আ.ক্রমণ কুণালের

Date:

কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের কাছে গোহারা হেরে বাংলার উপর রাগ প্রতিফলিত করছে তারা। তারই ফলে এত বঞ্চনা, ইডি-সিবিআইয়ের এই অপব্যবহার। রবিবার যাদবপুরের (Jadavpur) সুকান্ত সেতু মোড় থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করে তৃণমূল। যাদবপুর তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলে উপস্থিত হন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার-সহ একাধিক তৃণমূল নেতারা। সেই মিছিল করে পথসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে তিনি বলেন, হেরে গিয়ে বাংলার উপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি। সে কারণে প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে। ইডি-সিবিআইকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিনের এই জনজোয়ার। মিছিল শেষে বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে ভেঙে দেওয়া যাবে না। যদি বিজেপি ভেবে থাকে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে দুমড়ে-মুচড়ে দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছেন। বিজেপি যেন ভুলে না যায়, বাংলার মানুষ এক-একটা ভোট নিয়ে তৃণমূলের পাশে দাঁড়াতে প্রস্তুত। তিনি বলেন, যত ইডি-সিবিআই লাগিয়ে বাংলাকে অপদস্ত করবে, তত তৃণমূলের আত্মবিশ্বাস বাড়বে। এদিন ফের পথে নেমে তৃণমূল বুঝিয়ে দিল বিজেপিকে প্রতিরোধ করতে মানুষ তৈরি। বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের এই লড়াই চলবে। তৃণমূলের কোনও বিকল্প নেই, তৃণমূলের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল।

আরও পড়ুন- ঠিক বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! চুক্তিপত্রে সই করিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version