Monday, August 25, 2025

ভারত বি.রোধিতার খেসারত! মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে গোহারা হার মুইজ্জুর দলের

Date:

ভারত (India) বিরোধিতার জের! আর তার ফল যে হাতেনাতে মিলবে তা হয়তো দুঃস্বপ্নে ভাবতে পারেননি মালদ্বীপের প্রেসিডেন্ট (Maldives President)। এবার মালদ্বীপের মেয়র নির্বাচনে (Mayor Election) লজ্জাজনক হার মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) দলের। কয়েকমাস আগেই মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মুইজ্জু। আর মুইজ্জুর সেই পিপলস ন্যাশনাল কংগ্রেসই এবার মুখ থুবড়ে পড়ল মালের মেয়র নির্বাচনে। সোলির মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি (MDP) প্রার্থী অ্যাডাম আজিম এই নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বলে সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে মলদ্বীপের সংবাদমাধ্যমের  রিপোর্ট অনুযায়ী, মুইজ্জুর দলের প্রার্থী আইশাঠ অজিমা শকুর সেদেশের প্রধান বিরোধী দলের থেকে অনেকটাই বড় ব্যবধানে হেরেছেন বলে খবর।

উল্লেখ্য এমডিপি নেতা আদম যে পদে নির্বাচিত হলেন, সেই পদেই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার সেই পদেই ভারতপন্থী বলে পরিচিত অ্যাডাম মেয়র হিসাবে ৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। আর নির্বাচনে জয়ী হতেই রাজধানী শহর মালের নির্বাচনে জিতে শহরটির মেয়র হলেন অ্যাডাম। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত বিরোধিতার জেরেই চরম চাপে পড়েছেন মুইজ্জু ও তাঁর দল। অন্যদিকে এই জয়ে নতুন করে এমডিপি যে বাড়তি অক্সিজেন পেল তা আর বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সরকারে অন্যতম সংখ্যাগরিষ্ঠ তারাই।

শনিবারই চিন সফর শেষে মালদ্বীপে পৌঁছন মুইজ্জু। দেশে ফিরে তিনি ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে তোপ দেগে বলেন, “যে কেউ মালদ্বীপকে এসে বকাঝকা করে যেতে পারে না। আমরা এই সাগরের ছোট দ্বীপ হতে পারি, কিন্তু আমাদেরও প্রায় ৯ লক্ষ বর্গ কিলোমিটারের অর্থনৈতিক জোন রয়েছে। আর এই সমুদ্র কোনও এক নির্দিষ্ট দেশের নয়। তাঁর এহেন আক্রমণাত্মক বক্তব্যের ফলই মুইজ্জু পেলেন হাতেনাতে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্যর পর ‘বয়কট মালদ্বীপ’-এর ডাক দিয়েছেন অনেকে।

 


Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version