Thursday, August 21, 2025

রাম মন্দির বিতর্কে নয়া মোড়, শঙ্করাচার্যদের অপমান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর! 

Date:

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না দেশের চার শঙ্করাচার্য। অভিযোগ উঠেছে, মন্দির উদ্বোধনের নামে রাম নামের অপমান করা হয়েছে এবং হিন্দু ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। সনাতন ধর্মের অবমাননা করা হচ্ছে অভিযোগ তুলে যখন দেশের শঙ্করাচার্যরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেননি তখন তাঁদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের রাজনীতি শুরু করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে সরাসরি হিন্দু ধর্মের জন্য শঙ্করাচার্যদের অবদান নিয়ে প্রশ্ন তুলে দিলেন। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পরই সমাজতাত্ত্বিক ও হিন্দু ধর্ম বিশ্লেষকরা বলছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে ক্রমাগত মোদি সরকারের দম্ভের ছবিটাই ফুটে উঠছে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধর্ম নিয়ে রাজনীতি করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। হিন্দুত্বের ধ্বজা ধরে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টায় আগামী ২২ জানুয়ারি তড়িঘড়ি অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর এতেই সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলছেন শঙ্করাচার্যরা। উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন উপস্থিত থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম এই অনুষ্ঠানে মানা হচ্ছে না।মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা একেবারেই শাস্ত্র বিরুদ্ধ। পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর দাবি, “মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে”। শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে। এরপরই শঙ্করাচার্যদের সমালোচনা করতে আসরে নামেন পদ্ম শিবিরের নেতৃত্বরা। মহারাষ্ট্রের পালঘরে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে (Narayan Rane) বলেন, “ওঁদের মন্দিরকে আশীর্বাদ করা উচিত নাকি সমালোচনা করা উচিত? এর মানে হল শঙ্করাচার্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন। এই মন্দির রাজনীতির ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে তৈরি। রাম আমাদের ভগবান। এরপরই তিনি প্রশ্ন করেন, “শঙ্করাচার্যরা বলুন হিন্দুধর্মের জন্য ওঁদের অবদান কী?” এরপরই নিন্দার ঝড় সর্বত্র।

ধর্ম নিয়ে রাজনীতি করা বিজেপির চিরকালের অভ্যাস, কিন্তু তাই বলে সনাতন হিন্দু ধর্মের সংস্কৃতি এবং ঐতিহ্যকে নিয়ে ছেলেখেলা করার অধিকার বিজেপির নেই, এমনটাই মত বিরোধীদের। ধর্মকে হাতিয়ার করে মানুষের ভোট পেতে মরিয়া পদ্ম শিবিরের আচরণে তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে সবার সামনে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version