Tuesday, December 16, 2025

ভারতকে যোগ শেখানোর পাঠ দিতেন। সেখান থেকে পতঞ্জলি (Patanjali) কোম্পানির কর্ণধার। কিন্তু যোগের সঙ্গে রাজনীতিকে মেলাতে গিয়েই হোঁটচ খেলেন যোগগুরু রামদেব। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওবিসি-দের প্রতি অপমানজনক মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় বিরুদ্ধ ক্যাম্পেন (campaign)। তার হাত থেকে বাঁচতে বয়ান ‘বদল’ করতে গিয়ে নিলেন রাজনীতিকের নাম। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। নিজের কথার জালে জড়িয়ে গিয়ে রীতিমত বিপাকে রামদেব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিও ভাইরাল (viral video) হয়। যেখানে তিনি নিজেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বলে দাবি করেন। সেই সম্প্রদায়ের বংশদ্ভূত হওয়ায় নিজের বেদ (Veda) জ্ঞানের বিষয়টি জাহির করেন। সেখানেই একশ্রেণির মানুষকে তিনি কটাক্ষ করেন যাঁরা তাঁকে ওবিসি (OBC) বলে দাবি করেন। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয় তাহলে কী ওবিসি সম্প্রদায়ের মানুষদের তাঁর সম্প্রদায়ের থেকে নিচু দেখাতে চাইছেন রামদেব। অনেকে প্রশ্ন তোলেন ওবিসি সম্প্রদায়ের মানুষের জ্ঞান নিয়ে অপমান করেছেন রামদেব। এমনকি রামদেব ওবিসি সম্প্রদায়কে ‘মানুষ’ হিসাবে নিচু দেখাতে চেয়েছেন বলেও দাবি করেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত বয়কট রামদেব (boycottramdev), বয়কট পতঞ্জলি (boycottpatanjali) ক্যাম্পেন শুরু হয়ে যায়।

এরপরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন যোগগুরু রামদেব। তিনি দাবি করেন ওবিসি সম্প্রদায় শব্দটি তিনি ব্যবহার করেননি। তিনি এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-র নাম নেওয়ার দাবি করেন। এমনকি তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগও করেন। কিন্তু বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তিনি হঠাৎ রাজনৈতিক দলের নেতা তথা লোকসভা সাংসদের নাম কেন নিলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। এমনকি বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তাঁকে সাংসদের নাম কেন নিতে হল তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রথমবার সব ধর্মের ওবিসি সম্প্রদায়ের মানুষকে অপমানের জেরে সমালোচনার মুখে যোগগুরু। এবার সেই বক্তব্যকে ঢাকতে গিয়ে আরও নতুন সমালোচনা বয়ে আনলেন নিজেই। এখন দেখার এই কথার জাল থেকে কীভাবে বেরিয়ে আসেন পতঞ্জলি সংস্থার কর্ণধার।

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version