গাঁ.জা পা.চার মামলা: বিজেপি নেতার সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

গাঁজা পাচারের মামলায় বিজেপি নেতা-সহ তিন জনের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল এনডিপিএস আদালত। এই ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ধৃতেরা ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। তবে এই ঘটনার তদন্তে পুলিশের একটি দল পড়শি রাজ্যে যাওয়ার কথাও ভেবেছে বলেও খবর।

শনিবার বিজেপি নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি গাঁজা উদ্ধার হয়। সাঁকরাইলের নবঘরা সর্দার পাড়ার বিজেপির পঞ্চায়েত সদস্যা রূপা রায়ের বাড়ি থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করে হাওড়া সিটি পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় গাঁজার কারবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন। নিমাইও কিসান মোর্চার নেতা। তাঁকে ও তাঁর দুই সাগরেদকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ মোট তিন জনকে হাওড়া আদালতে হাজির করানো হয়। তাঁদের এক দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এদিন ওই মামলায় বিজেপি নেতা-সহ তিন জনের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল এনডিপিএস আদালত। পুলিশ সূত্রে খবর, ওড়িশার কোন জায়গা থেকে গাঁজা নিয়ে আসা হত, কারা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তা জানতে চাইছেন তদন্তকারীরা। চক্রের জাল গোটাতে গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে।

আরও পড়ুন- নয়া উদ্যোগ খাদ্য দফতরের, রাজ্যের সব রেশন দোকানে বসছে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র