Tuesday, November 4, 2025

নয়া উদ্যোগ খাদ্য দফতরের, রাজ্যের সব রেশন দোকানে বসছে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র

Date:

গ্রাহকরা যাতে তাঁদের বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রী পান, সেটা নিশ্চিত করতে রাজ্যের সব রেশন দোকানে বৈদ্যুতিন ওজন করার যন্ত্র বসানো হচ্ছে । খাদ্যদফতরের উদ্যোগে ইতিমধ্যেই সব দোকানে ওই যন্ত্র পৌঁছে গিয়েছে। ই-পস-এর মাধ্যমে গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে রাজ্যে খাদ্যবণ্টন প্রক্রিয়া অনেক আগেই চালু হয়েছে । প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই রেশন দেওয়া হচ্ছে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে। ওজন যন্ত্র গুলি ব্লুটুথের মাধ্যমে ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ওজন করার যন্ত্রে বরাদ্দ অনুযায়ী খাদ্য দেওয়ার পর গ্রাহককে এই সংক্রান্ত স্লিপ দেওয়া হবে। যাতে গ্রাহক নিশ্চিত ভাবে জানতে পারেন তাঁরা বরাদ্দ মত খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা। একই সঙ্গেই খাদ্য দফতরের সার্ভারে তা রেকর্ড হয়ে থাকবে।

ই-পস যন্ত্রে দেখানো প্রাপ্য পরিমাণ খাদ্য শস্য, বহু গ্রাহক বাস্তবে তা পাচ্ছেন না বলে খাদ্য দফতরের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তাঁর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে রেশন ডিলারদের একাংশ এই পদ্ধতি অত্যন্ত সময় সাপেক্ষ বলে অভিযোগ তুলে এর বিরোধিতা করেছে। রেশন ডিলারদের বিশ্বম্ভর বসু জানিয়েছেন এই বিষয়টি নিয়ে একটি সমীক্ষা করে তাঁরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে রিপোর্ট দেবেন।

আরও পড়ুন- ভুয়ো চাকরি প্রাপকদের আগেই শনাক্ত করা উচিৎ ছিল, পর্যবেক্ষণ বিচারপতি বসাকের

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version