Saturday, November 15, 2025

ঘন কুয়াশার দাপট! দিল্লিতে বি.পর্যস্ত জনজীবন, উত্তর ভারতে জারি শৈত্যপ্রবাহ

Date:

শীতের (Winter) দাপট থেকে একেই রেহাই নেই। উল্টে দোসর ঘন কুয়াশাও (Fog)। সোমবার ঠাণ্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখল দিল্লিবাসী (Delhi)। এদিন ভোরে শূন্যতে নেমে গেল রাজধানী শহরের দৃশ্যমানতা। তবে শুধু দিল্লিই নয় এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দেশের একাধিক প্রান্ত। যার জেরে একদিকে যেমন ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল, তেমনই প্রভাব পড়ে যান চলাচলেও। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

তবে শুধু দিল্লিই নয়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে একই হাল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। এদিকে ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোর ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে গিয়েছিল। যার জেরে ব্যাহত হয় বিমান চলাচল। পাশাপাশি কুয়াশার কারণে দিল্লির অনেক বিমানই বাতিল করে দিতে হচ্ছে বলে খবর। তবে শুধু বিমানই নয়, বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলেও।

এদিকে ঠান্ডার কারণে ইতিমধ্যে পাঞ্জাবের ১৬ এবং হরিয়ানার ৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবারের আগে এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। তবে তার পর পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে আবার। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই সোমবার থেকে স্কুল খুলছে দিল্লিতে।

 

 

 

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version