Thursday, August 28, 2025

মণিপুরে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য! ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে ‘গ্যারান্টি’ রাহুলের

Date:

দ্বিতীয় দিনে পড়ল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। সোমবার সাতসকালেই কুয়াশার চাদরে মোড়া পশ্চিম ইম্ফলের (Imphal) সেকমাই গ্রাম থেকে যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন যাত্রার শুরুতেই জনসাধারণের উদ্দেশে রাহুল বলেন, তিনি হিংসা কবলিত মণিপুরে (Manipur) শান্তি (Peace) ফিরিয়ে আনতে চান। পাশাপাশি উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি বোঝার জন্য বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। মণিপুরে দুটি জনসভা সেরে আজই নাগাল্যান্ডে পৌঁছবে যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে টানা ৬৭ দিন ধরে ১৪ রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন রাহুল অ্যান্ড কোং, অতিক্রম করবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিনের যাত্রাপথে মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুলকে।

রবিবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল। পাশাপাশি মণিপুরের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য বিজেপি ও আরএসএসকে একহাত নেন সোনিয়া তনয়। তিনি সাফ জানান, “২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা ভরে গিয়েছে। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এলেন না”। তবে মণিপুর থেকে কংগ্রেসের এই যাত্রা শুরু বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version