Thursday, August 28, 2025

সরকারি হাসপাতালেই নার্সিং প্রশিক্ষণ (nursing training) পাবেন রাজ্যের মেয়েরা। বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। কর্মসংস্থান বাড়ানোর জন্য রাজ্য সরকার নানাভাবে সক্রিয়। মহিলাদের কর্মসংস্থান নিয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ নিয়ে নার্স হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পাবে রাজ্যের মেয়েরা।

জেলাস্তরে বেসরকারি নার্সিং কলেজ গড়ে তোলার উপযুক্ত পরিকাঠামো রয়েছে এরকম হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি সরকারি হাসপাতালের নাম প্রস্তাব করা হয়েছে যেখানে ৬০ থেকে ৮০টি আসনের নার্সিং কলেজ খোলা সম্ভব। সেগুলি হলো — ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস,  গঙ্গারামপুর,  ছাতনা,  বনগাঁ,  কালনা,  ইসলামপুর,  বারুইপুর,  মালবাজার,  ফালাকাটা,  বড়জোড়া,  গোপীবল্লভপুর,  শালবনি,  ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। ২৪ জানুয়ারি নার্সিং  ট্রেনিং কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাজ থেকে দরপত্র (tender) ডাকার প্রক্রিয়া শুরু হবে।

তবে বেসরকারি হাতে দিলেও তার রাশ অনেকাংশে সরকারের হাতেই থাকবে। বেসরকারি সংস্থাগুলিকে (private institution) প্রাথমিকভাবে এককালীন ১০ বছরের জন্য লিজ (lease) দেওয়া হবে। তারপর সেই লিজের সময়সীমা বাড়ানো হলেও তিনবারের বেশি অর্থাৎ ৩৩ বছরের বেশি বাড়ানো হবে না। এর ফলে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকার ক্ষেত্রেও সজাগ থাকবে ওই বেসরকারি সংস্থা। এই আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে ১৬ জানুয়ারি।

অন্যদিকে, সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ চলাকালীন নার্সের কাজও করতে হবে শিক্ষার্থীদের। তার ফলে প্রতিবছর ওই হাসপাতালগুলি প্রাথমিক কাজ চালানোর জন্য অনেক বেশি কর্মীও পাবে। আবার শিক্ষার্থীরা সরকারি হাসপাতালে হাতে কলমে নিজেদের কাজের ব্যবহারিক দিকটাও শিখে নিতে পারবে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version