Saturday, May 3, 2025

সরকারি হাসপাতালেই নার্সিং প্রশিক্ষণ (nursing training) পাবেন রাজ্যের মেয়েরা। বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। কর্মসংস্থান বাড়ানোর জন্য রাজ্য সরকার নানাভাবে সক্রিয়। মহিলাদের কর্মসংস্থান নিয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ নিয়ে নার্স হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পাবে রাজ্যের মেয়েরা।

জেলাস্তরে বেসরকারি নার্সিং কলেজ গড়ে তোলার উপযুক্ত পরিকাঠামো রয়েছে এরকম হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি সরকারি হাসপাতালের নাম প্রস্তাব করা হয়েছে যেখানে ৬০ থেকে ৮০টি আসনের নার্সিং কলেজ খোলা সম্ভব। সেগুলি হলো — ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস,  গঙ্গারামপুর,  ছাতনা,  বনগাঁ,  কালনা,  ইসলামপুর,  বারুইপুর,  মালবাজার,  ফালাকাটা,  বড়জোড়া,  গোপীবল্লভপুর,  শালবনি,  ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। ২৪ জানুয়ারি নার্সিং  ট্রেনিং কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাজ থেকে দরপত্র (tender) ডাকার প্রক্রিয়া শুরু হবে।

তবে বেসরকারি হাতে দিলেও তার রাশ অনেকাংশে সরকারের হাতেই থাকবে। বেসরকারি সংস্থাগুলিকে (private institution) প্রাথমিকভাবে এককালীন ১০ বছরের জন্য লিজ (lease) দেওয়া হবে। তারপর সেই লিজের সময়সীমা বাড়ানো হলেও তিনবারের বেশি অর্থাৎ ৩৩ বছরের বেশি বাড়ানো হবে না। এর ফলে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকার ক্ষেত্রেও সজাগ থাকবে ওই বেসরকারি সংস্থা। এই আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে ১৬ জানুয়ারি।

অন্যদিকে, সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ চলাকালীন নার্সের কাজও করতে হবে শিক্ষার্থীদের। তার ফলে প্রতিবছর ওই হাসপাতালগুলি প্রাথমিক কাজ চালানোর জন্য অনেক বেশি কর্মীও পাবে। আবার শিক্ষার্থীরা সরকারি হাসপাতালে হাতে কলমে নিজেদের কাজের ব্যবহারিক দিকটাও শিখে নিতে পারবে।

Related articles

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...
Exit mobile version