Saturday, August 23, 2025

মণিপুরে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য! ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে ‘গ্যারান্টি’ রাহুলের

Date:

দ্বিতীয় দিনে পড়ল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। সোমবার সাতসকালেই কুয়াশার চাদরে মোড়া পশ্চিম ইম্ফলের (Imphal) সেকমাই গ্রাম থেকে যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন যাত্রার শুরুতেই জনসাধারণের উদ্দেশে রাহুল বলেন, তিনি হিংসা কবলিত মণিপুরে (Manipur) শান্তি (Peace) ফিরিয়ে আনতে চান। পাশাপাশি উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি বোঝার জন্য বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। মণিপুরে দুটি জনসভা সেরে আজই নাগাল্যান্ডে পৌঁছবে যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে টানা ৬৭ দিন ধরে ১৪ রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন রাহুল অ্যান্ড কোং, অতিক্রম করবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিনের যাত্রাপথে মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুলকে।

রবিবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল। পাশাপাশি মণিপুরের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য বিজেপি ও আরএসএসকে একহাত নেন সোনিয়া তনয়। তিনি সাফ জানান, “২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা ভরে গিয়েছে। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এলেন না”। তবে মণিপুর থেকে কংগ্রেসের এই যাত্রা শুরু বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version