Thursday, December 4, 2025

ক্রীড়াক্ষেত্রে পদকজয়ীদের বিশেষ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

খেলাধূলার বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ সালে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন যাঁরা, তাঁদের পাশে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে তাঁদের পদক জয়ের স্বীকৃতি হিসাবে সংবর্ধনার (felicitation) পাশাপাশি তাঁদের হাতে আর্থিক পুরস্কারও তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ জানুয়ারি এই সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হ্যাংঝাউতে (Hangzhou) অনুষ্ঠিত ১৯ তম এশিয়ান গেমসে (19th Asian Games) রেকর্ড সংখ্যক পদক জয় করেছে ভারত। বিভিন্ন ক্ষেত্রে গোটা দেশের খেলোয়াড়রা ১০৭টি পদক জয় করেছে ভারত। তার মধ্যে বাংলার বেশ কিছু খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে সোনাজয়ী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়ও রয়েছে। অন্যদিকে জাতীয় স্তরের খেলাধূলোর ক্ষেত্রে পদকজয়ীদেরও সংবর্ধনার আয়োজন করেছে রাজ্য সরকার।

২০২৩ সালের ডিসেম্বরে দেশে প্রথমবার জাতীয় প্যারালিম্পিক্স (National Paralympics) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাতটি ইভেন্ট নিয়ে। প্রথম জাতীয় প্যারালিম্পিক্সে বাংলার পদকজয়ী ১ জন। তবে বিরাট সাফল্য় ন্যাশানাল গেমস-এ (National Games)। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে মোট ৫৬টি পদক জিতেছে এরাজ্যের খেলোয়াড়রা। এর মধ্যে ৭টি সোনা, ২৩টি রূপো ও ২৬টি ব্রোঞ্জ রয়েছে।

২৫ জানুয়ারি শহরের প্রেক্ষাগৃহে সংবর্ধিত করা হবে এই খেলোয়াড়দের। মোট ৩২২ জনকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। মোট ৬ থেকে ৭ কোটি টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে ২৫ তারিখের অনুষ্ঠানে। পুরস্কার প্রাপকদের মধ্যে থাকবেন এশিয়ান গেমসে ইকুয়াস্ট্রিয়ান ড্রেসেজ (Equestrian Dressage) বিভাগে সোনা জয়ী অনুশ আগরওয়ালও।

spot_img

Related articles

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...