দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো স্লোগান তুলে জানালেন, “অলিগলি মে শোর হ্যায়, বিজেপি কা সব চোর হ্যায়।” একইসঙ্গে তাঁর দাবি, বিজেপির এইসব চোর ডাকাত গুন্ডারা সব এজেন্সির প্রোটেকশনে বহাল তবিয়তে রয়েছে।

দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদলকে দীর্ঘদিন ধরে নিশানা করে যাচ্ছে বিরোধী বিজেপি। গেরুয়া নেতাদের মুখে শোনা যাচ্ছে চোর স্লোগান। এরই পাল্টা মঙ্গলবার নবান্ন থেকে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি আমাদের চোর বলছে। কিন্তু ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলিমে সোর হ্যায় বিজেপি কা সব চোর হ্যায়। বিজেপির সব বড় বড় ডাকাত, গুন্ডা, ক্রিমিনাল। ওরা এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজন্সি আজ ওদের বাঁচাচ্ছে। ওদের বাড়ি রেড করলে দেখবেন!”

দলের একাংশের দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ জনের মধ্যে…আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য, নিশ্চয় সবাই খারাপ নয়। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি এক পয়সা মাইনে নিই না। ভাতাও নিই না। সরকারি গেস্ট হাউসে থাকলে ভাড়া দিই। খাওয়ার টাকা আমিই দিই। সংসদের পেনশন পাই মাসে দেড় লক্ষ টাকা করে। গত ১৩ বছরে এক পয়সা তুলিনি।” একইসঙ্গে যোগ করেন, “আমি বর্তমান ও পুরানো ভাতা পেনশন নিলে মাসে সাড়ে ৩ লক্ষ টাকা করে পেতাম। তাহলে এত বছরে কত কোটি টাকা পেতাম? কিন্তু আমি নিই না। আমার মাথার উপর ছাদ আছে, একটা বিছানা আছে। তাতেই আমি গর্বিত।”