Thursday, May 8, 2025

অলিগলি মে শোর হ্যায়, বিজেপি কা সব চোর হ্যায়: স্লোগান তুললেন মমতা

Date:

দুর্নীতি ইস্যুতে এবার বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো স্লোগান তুলে জানালেন, “অলিগলি মে শোর হ্যায়, বিজেপি কা সব চোর হ্যায়।” একইসঙ্গে তাঁর দাবি, বিজেপির এইসব চোর ডাকাত গুন্ডারা সব এজেন্সির প্রোটেকশনে বহাল তবিয়তে রয়েছে।

দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদলকে দীর্ঘদিন ধরে নিশানা করে যাচ্ছে বিরোধী বিজেপি। গেরুয়া নেতাদের মুখে শোনা যাচ্ছে চোর স্লোগান। এরই পাল্টা মঙ্গলবার নবান্ন থেকে বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “বিজেপি আমাদের চোর বলছে। কিন্তু ওরা সবচেয়ে বড় চোর। লোকে বলছে অলি গলিমে সোর হ্যায় বিজেপি কা সব চোর হ্যায়। বিজেপির সব বড় বড় ডাকাত, গুন্ডা, ক্রিমিনাল। ওরা এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজন্সি আজ ওদের বাঁচাচ্ছে। ওদের বাড়ি রেড করলে দেখবেন!”

দলের একাংশের দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ জনের মধ্যে…আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য, নিশ্চয় সবাই খারাপ নয়। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি এক পয়সা মাইনে নিই না। ভাতাও নিই না। সরকারি গেস্ট হাউসে থাকলে ভাড়া দিই। খাওয়ার টাকা আমিই দিই। সংসদের পেনশন পাই মাসে দেড় লক্ষ টাকা করে। গত à§§à§© বছরে এক পয়সা তুলিনি।” একইসঙ্গে যোগ করেন, “আমি বর্তমান ও পুরানো ভাতা পেনশন নিলে মাসে সাড়ে à§© লক্ষ টাকা করে পেতাম। তাহলে এত বছরে কত কোটি টাকা পেতাম? কিন্তু আমি নিই না। আমার মাথার উপর ছাদ আছে, একটা বিছানা আছে। তাতেই আমি গর্বিত।”

Related articles

লাহোরে একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে আতঙ্ক, বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণের (Several Blast Heard in Pakistan's Lahore)...

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...
Exit mobile version