Friday, January 9, 2026

রেশনের ব্যাগেও মোদির ছবি! আত্মপ্রচারে মগ্ন PMকে ‘পাবলিসিটি মাস্টার’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

দেশের সাধারণ মানুষ চুলোয় যাক, মোদি মগ্ন আত্মপ্রচারে। লোকসভা ভোটকে নজরে রেখে আত্মপ্রচারে এবার এক নয়া ফন্দি বের করলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রের সরকার মোদির প্রচারের জন্য বেছে নিল গরিবের রেশনকে। গণবন্টন ব্যবস্থায় খাদ্যসামগ্রী নেওয়ার জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ চালু করছে কেন্দ্র। ব্যাগগুলিতে থাকবে মোদির ছবি। যা মোদির আত্মপ্রচারের মাধ্যম।

ভোটকে নজরে রেখে বাংলা-সহ গোটা দেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা ২০.০৩ কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার। ইতিমধ্যেই এজন্য খাদ্যমন্ত্রক প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুর করেছে। এমনকী সময়মতো ব্যাগ সরবরাহ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার কথাও বলা হয়েছে। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ শান্তনু সেন জানিয়েছে, “পিএম-এর ফুল ফর্ম প্রাইম মিনিস্টার নেই। পিএম-এর ফুল ফর্ম পাবলিসিটি মাস্টার হয়ে গিয়েছে। যে প্রধানমন্ত্রী নিজের জীবদ্দশায় নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেন, যিনি নিজের ছবি দিয়ে ইউজিসিকে বলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সেলফি স্ট্যান্ড বানাতে হবে, যিনি রেশনের ব্যাগেও নিজের ছবি দিতে বলে আগামিদিনে প্রচারের জন্য তিনি বলতে পারেন শৌচাগারের বাইরেও নিজের ছবি দেওয়ার কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।“

রেশনের প্লাস্টিকে মোদির ছবির জন্য প্রায় ৩০০ কোটি টাকা মঞ্জুর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ১২১ টি দেশের মধ্যে ১১১ নম্বরে রয়েছে। মানুষ না খেতে পেয়ে মরছে। এখানে তিনি টাকা দিয়ে নিজের প্রচার করছেন। এর আগেও বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের ৮৫ শতাংশ টাকা নিজের প্রচারকার্যে ব্যবহার করেছেন মোদি।“ সংশ্লিষ্ট সংস্থা সঠিক সময় ব্যাগ না তৈরি করলে জরিমানা করা হবে, এই প্রসঙ্গে সাংসদ জানিয়েছেন, স্বৈরাচারী, তুঘলকি শাসন ব্যবস্থার বড় নিদর্শন।

লোকসভার সাংসদ সৌগত রায় জানিয়েছেন, “মোদি সবসময় নিজের প্রচার করেন। সরকারের কাজগুলি মোদির নিজের নামে চালাচ্ছেন। আত্মপ্রচারের জন্য মোদি সবকিছু করতে পারেন। তাতে কোনও লাভ হবে না।“

এর আগেও রেশন দোকানে মোদির ছবি দেওয়া প্ল্যাকার্ড বসানো বাধ্যতামূলক করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। তা নিয়েও বিতরক চূড়ান্ত পর্যায় পৌঁছেছিল। বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিলেন মোদি। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি। এবার প্লাস্টিকের ব্যাগেও মোদির ছবি ব্যবহার করবে কেন্দ্র। যুগ্মসচিব অনিতা করণ গত ১১ তারিখ জরুরি ভিত্তিতে এই ব্যাগ সংক্রান্ত পরিকল্পনা জানিয়ে চিঠি দিয়েছেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই)চেয়ারম্যান অশোক কেকে মিনাকে। যুগ্মসচিব চিঠিতে বলেছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ সেরে ফেলতে হবে। সেজন্য অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া শুরু করা জরুরি। এমনকী, সময়মতো ব্যাগ সরবরাহ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা করার কথাও বলা হয়েছে। ৬ মাস অন্তর, অর্থাৎ বছরে দু’বার রেশন গ্রহীতাদের এই ব্যাগ দেওয়া হবে।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...