Monday, November 10, 2025

হিং.সাকে সমর্থন নয়! বিমান চালককে চ.ড়কাণ্ডে কাকে দায়ী করলেন অ.ভিযুক্তের সহযাত্রী?

Date:

দিনকয়েক আগেই বিমান চালককে (Pilot) চড় মারার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দেশ। উড়ান ছাড়তে দীর্ঘক্ষণ বিলম্ব হওয়ায় চরম ক্ষুব্ধ হন এক যাত্রী (passenger)। আর তারপরই নিজের আসন থেকে উঠে গিয়ে বিমান চালককেই সজোরে থাপ্পড় মারেন। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়। ঘটনাটিকে অনেকে সমর্থন জানালেও বিমান চালকের গায়ে হাত তোলার বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম নিন্দার মুখে পড়তে হয় ওই যাত্রীকে। কিন্তু কেন এমন ‘অনভিপ্রেত ঘটনা’ ঘটল দিল্লি-গোয়া (Delhi-Goa) ইন্ডিগো উড়ানে (Indigo Flight)? এবার সেই সত্য সামনে আনলেন অভিযুক্ত ব্যক্তির সহযাত্রী।

সানাল ভিজ নামে ওই যুবকের সোশ্যাল মিডিয়ায় দাবি, তিনি হিংসাকে কোনওভাবেই সমর্থন করেন না। কিন্তু তবুও ইন্ডিগো বিমান সংস্থাকেই কাঠগড়ায় তুললেন ওই সহযাত্রী। তাঁর অভিযোগ, ঘটনাটির প্রচারে নিজেদের গাফিলতির দিকটি পুরোপুরি লুকিয়েছে বিমান সংস্থাটি। সানালের দাবি, বিমানটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ছাড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে। প্রাথমিকভাবে ঘণ্টা পাঁচেক দেরির পরে ১২টা ২০ নাগাদ ১৮৬ জন যাত্রীর বোর্ডিং সম্পন্ন হয়। যাঁদের মধ্যে শিশু, বৃদ্ধ থেকে শুইরু করে সমস্ত বয়সের মানুষরা ছিলেন। এরপর ইন্ডিগোর তরফে জানানো হয় ১২টা ৪০ মিনিটে বিমান ছাড়বে। কিন্তু দেখা যায় প্রায় তিনটে পর্যন্ত বিমানের দরজা খোলা।

সানালের আরও অভিযোগ, প্রথমে জানানো হয়েছিল, এটিসি থেকে ছাড়পত্র না মেলাতেই এই পরিস্থিতি। কিন্তু পরে বিমান চালক ঘোষণা করেন, এক ক্রু সদস্যের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তিনি এলেই বিমান ছেড়ে দেওয়া হবে। এরপরই পরিষ্কার হয়ে যায়, আগের দাবিটি একেবারেই মিথ্যে। তিনি আরও জানিয়েছেন, ২টো ৪০ নাগাদ সেই ক্রু সদস্য আসার পরে বিমানের দরজা বন্ধ হয়। কিন্তু তখনও সেটি দাড়িয়েছিল। ৩টে বেজে গেলেও পরিস্থিতির এতটুকু বদলায়নি। আরও মিনিট কুড়ি পরে সহকারী বিমান চালক যাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন। এরপরই ওই যাত্রী ছুটে এসে চড় মারেন চালককে। পাশাপাশি এদিন ইন্ডিগোর ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে যাত্রীর অভিযোগ, বয়স্ক যাত্রীরা জল চেয়েও পাননি। খাবারের জন্য বাইরে বেরতে হয়েছিল। এদিকে অভিযুক্ত যাত্রীকে মঙ্গলবার সন্ধেয় গ্রেফতার করা হলেও কিছু সময় পর তিনি জামিনে মুক্তি পান।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version