Wednesday, November 12, 2025

সন্দেশখালিকাণ্ডে SIT গঠনের নির্দেশ হাই কোর্টের, একযোগে তদন্ত করবে CBI-রাজ্য পুলিশ

Date:

এখনই সিবিআই তদন্ত নয় সন্দেশখালিকাণ্ডে। তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল (SIT)। বুধবার, এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সেই দলে রাজ্যে পুলিশের সঙ্গে একযোগে তদন্ত করবে CBI। দুই সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তদন্ত চলবে আদালতের নির্দেশে। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অধিকারিক। তবে, SIT-এ ন্যাজাট থানার কোনও পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

বিচারপতির নির্দেশ
• SIT-এর মাথায় যৌথভাবে থাকবেন সিবিআইয়ের ও রাজ্যের এস পি পদমর্যাদার অধিকারিক।
• SIT-এ থাকবেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জশপ্রীত সিং।
• SIT প্রয়োজনে আধা সেনা ও রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন আধিকারিককে SIT-এ রাখতে চান, তা বৃহস্পতিবারের মধ্যে হাই কোর্টকে জানাতে হবে। 

আদালতের নজরদারিতেই যৌথ তদন্ত চলবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে, রাজ্য বা কেন্দ্র কোথাও রিপোর্ট জমা দিতে পারবে না SIT। রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে। চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টের নির্দেশ ছাড়া জমা দেওয়া যাবে না।

৫ জানুয়ারি স্থানীয় প্রশাসনকে না জানিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। শাহজাহানকেও পাওয়া যায়নি। এই অবস্থায় সন্দেশখালি কাণ্ডে তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়ার দাবি করে ইডি। কিন্তু সেই আর্জি নাকচ করে দেয় আদালত।

আরও খবর: রামের নামে রাজনীতি! মোদির ব্রতপালনকে ক.টাক্ষ করে অযোধ্যা ‘ব.য়কট’ পাওয়ারের

এদিন শুনানিতে রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে আপত্তির কথা জানান সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য। সেই আপত্তিও উড়িয়ে যৌথ তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তবে যৌথ তদন্তে কোনও পক্ষ অসহযোগিতা করলে সরাসরি আদালতে জানানোর সুযোগ থাকবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version