Sunday, August 24, 2025

অসুস্থ পড়ুয়াকে নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন বিধায়ক

Date:

Share post:

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুষ্কা দেবনাথের মৃত্যুর ঘটনার রেশ এখনও আলিপুরদুয়ার শহরবাসীর মন থেকে মুছে যায়নি। স্কুল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার অসুস্থ এক স্কুল ছাত্রের চিকিৎসায় তৎপর হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জিতপুর হাইস্কুলে এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাজ ঘোষ স্কুলে এসে অসুস্থতা বোধ করায় সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়িতেই রাজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান।

স্কুলের শিক্ষক ও কর্মীরা বিধায়কের গাড়িতে করেই সোজা ওই ছাত্রকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছাত্রটির ই সি জি করা হয়, তারপর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ডাক্তারদের নির্দেশ মত ছাত্রটির স্ক্যান করা হয়। তারপর ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করে বিধায়ক নিজেও হাসপাতালে গিয়ে ওই ছাত্রের শারিরীক অবস্থার খোঁজ নেন। অসুস্থ পড়ুয়ার মা পার্বতী ঘোষ জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। ছেলে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিল। অর্থের এভাবে তারা ডাক্তার দেখাতে পারেন নি। বিধায়ক তাঁর ছেলের চিকিৎসায় উদ্যোগী হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান তিনি। আপাতত ওই পড়ুয়া সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। তবুও তাকে পর্যবেক্ষনে রাখবার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, মাত্র কয়েকদিন আগেই একটি ফুটফুটে ছাত্রী বিদ্যালয়ে অসুস্থ মারা যায়, তাই এই ছাত্রটির অসুস্থতার বিষয়টি নজরে আসতেই সময় নষ্ট না করে আমার গাড়ি দিয়েই পাঠিয়ে দিই হাসপাতালে। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র।

আরও পড়ুন- শীতের দুপুরে বন্ধ নিউমার্কেট! হকার-ব্যবসায়ী জটিলতার প্রতিবাদ

 

spot_img

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...