Friday, December 5, 2025

অসুস্থ পড়ুয়াকে নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন বিধায়ক

Date:

Share post:

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অনুষ্কা দেবনাথের মৃত্যুর ঘটনার রেশ এখনও আলিপুরদুয়ার শহরবাসীর মন থেকে মুছে যায়নি। স্কুল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার অসুস্থ এক স্কুল ছাত্রের চিকিৎসায় তৎপর হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জিতপুর হাইস্কুলে এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাজ ঘোষ স্কুলে এসে অসুস্থতা বোধ করায় সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়িতেই রাজকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান।

স্কুলের শিক্ষক ও কর্মীরা বিধায়কের গাড়িতে করেই সোজা ওই ছাত্রকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছাত্রটির ই সি জি করা হয়, তারপর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ডাক্তারদের নির্দেশ মত ছাত্রটির স্ক্যান করা হয়। তারপর ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করে বিধায়ক নিজেও হাসপাতালে গিয়ে ওই ছাত্রের শারিরীক অবস্থার খোঁজ নেন। অসুস্থ পড়ুয়ার মা পার্বতী ঘোষ জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। ছেলে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিল। অর্থের এভাবে তারা ডাক্তার দেখাতে পারেন নি। বিধায়ক তাঁর ছেলের চিকিৎসায় উদ্যোগী হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান তিনি। আপাতত ওই পড়ুয়া সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। তবুও তাকে পর্যবেক্ষনে রাখবার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, মাত্র কয়েকদিন আগেই একটি ফুটফুটে ছাত্রী বিদ্যালয়ে অসুস্থ মারা যায়, তাই এই ছাত্রটির অসুস্থতার বিষয়টি নজরে আসতেই সময় নষ্ট না করে আমার গাড়ি দিয়েই পাঠিয়ে দিই হাসপাতালে। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র।

আরও পড়ুন- শীতের দুপুরে বন্ধ নিউমার্কেট! হকার-ব্যবসায়ী জটিলতার প্রতিবাদ

 

spot_img

Related articles

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে...

ডিমের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি, কড়া পদক্ষেপের পথে রাজ্য

  রাজ্যে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় (Egg  Price increased)পরিস্থিতি মোকাবিলায় কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার (Govt of...

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...