Sunday, November 9, 2025

দ্রুত ছাড়তে হবে বাংলো! ফের মহুয়াকে নোটিশ, ‘গেরুয়া ষ.ড়যন্ত্র’-এর অভিযোগ তৃণমূলের

Date:

দ্রুত ছাড়তে হবে বাংলো (Bunglow)! ফের দিল্লির সাংসদ বাংলো ছাড়তে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নোটিশ লোকসভার (Loksabha) ডিরেক্টরেট অফ এস্টেট-এর (Director of Estate)। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ আপাতত বাংলোয় থাকতে চেয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছিলেন। এরপরই আদালত মহুয়াকে ডিরেক্টরেট অফ এস্টেটের কাছেই ফের আবেদনের পরামর্শ দেয়। তবে ডিরেক্টরেট অফ এস্টেট সাফ জানিয়েছে, অবিলম্বে বাংলো ছাড়তে হবে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদকে। বাংলো নিয়ে বাড়াবাড়ির পিছনে বড়সড় রাজনীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দলের তরফে সাফ জানানো হয়েছে, সাংসদদের মেয়াদ শেষের পরেও স্বল্প ভাড়ায় আরও ছয় মাস সরকারি বাংলোয় থাকতে পারেন। কিন্তু মহুয়াকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এর পিছনে গেরুয়া চক্রান্তকেই নিশানা করেছে তৃণমূল (TMC)।

দিল্লির সাংসদ বাংলোয় ৭ জানুয়ারি পর্যন্ত থাকার অনুমতি ছিল মহুয়ার। কিন্তু বাংলো না ছাড়ায় তাঁকে আগেও একবার কারণ জানতে নোটিশ পাঠিয়েছিল মোদি সরকারের সংশ্লিষ্ট দফতর। এদিকে লোকসভার একটি সূত্রের দাবি, পূর্ণাঙ্গ মেয়াদ শেষে সাংসদদের বাড়তি ছয় মাস বাংলোয় থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে যাওয়ার পর তাঁকে সেই সুযোগ কেন মোদি সরকার দিতে অস্বীকার করছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এর আগে সাংসদ পদ খারিজ হওয়ায় রাহুল গান্ধীর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি লাক্ষাদ্বীপের সাংসদের সদস্য পদ খারিজের পর তাঁকে বাংলো ছাড়তে হয়েছিল। একই সিদ্ধান্ত করা হয় রাহুল গান্ধীর ক্ষেত্রেও।

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version