Wednesday, November 5, 2025

বাড়ি ফিরলেও মিলল না স্বস্তি! কোমরের হাড়ে চিড় মদনের, কমল হিমোগ্লোবিনের মাত্রাও

Date:

মেরুদণ্ডের নীচের হাড়ে চিড় (Fracture)! ফের সমস্যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পরিবার সূত্রে খবর, বর্তমানে শারীরিক অবস্থার (Health Condition) উন্নতি হয়নি মদনের। পাশাপাশি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গেছে তাঁর। এবার দেখা দিল নতুন সমস্যা। এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন থাকাকালীন বাম হাতের হাড় ভাঙে তৃণমূল বিধায়কের। সেইসময় অস্ত্রোপচার করা হলেও এবার দেখা দিল এক নতুন সমস্যা। এবার জানা গেল মদন মিত্রের মেরুদণ্ডের নীচের হাড়েও চিড় ধরেছে। ইতিমধ্যে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করানো হয়েছে বিধায়কের। তবে সেই রিপোর্ট এখনও মেলেনি।

গত কয়েক মাস ধরেই শারীরিক অবস্থা ভালো নেই মদন মিত্রের। গত ৪ ডিসেম্বর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসা চলাকালীনই গত ৮ ডিসেম্বর পড়ে গিয়ে বাম হাতের হাড় ভাঙে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, সাঙ্ঘাতিক খিঁচুনি হচ্ছিল মদনের। তখন তাঁর বাম হাতে চোট লাগে। এরপর প্লেট বসান চিকিৎসকরা। কিন্তু তারপরেও বিপদ কাটেনি। পরিবারের দাবি, হাসপাতাল থেকে বাড়ি এলেও মদন মিত্রের হাতের যন্ত্রণা কমেনি। গত শুক্রবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মদনকে নিয়ে যান পরিজনরা। সেখানে পরীক্ষা করে জানা যায়, মদন মিত্রের হাতে বসানো প্লেটের স্ক্রু খুলে গিয়েছে। এমনকী হাতে আরও একটি হাড় ভাঙা থাকলেও সেটি জোড়েনি। পাশাপাশি টেস্ট করে ধরা পড়ে তাঁর রক্তে হিমোগ্লোবিন কমেছে, কোমরের হাড়েও চিড় রয়েছে।

তবে চিকিৎসকদের মতে, মদন মিত্রের ঠিক কী হয়েছে, কোথায় চিড় ধরেছে তা টেস্ট রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে। তখন সেইমতো চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

 

 

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version