Sunday, August 24, 2025

I.N.D.I.A. জোটে অপরিহার্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ছাড়া এই জোট এগিয়ে নিয়ে যাবে না। ঘরোয়া বৈঠকে এই মত প্রকাশ করেছেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই পরিস্থিতিতে বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhuri) যদি শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করেন, তাহলে তার ফল ভালো হবে না। এই কারণে অধীরকে লম্ফঝম্ফ বন্ধ করার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার, নাগাল্যান্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফোন করেন রাহুল।

লোকসভা ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে ছোটখাটো সমস্যা আছে ওদিন সাংবাদিক বৈঠকে সরাসরি স্বীকার করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। যদিও তাঁর মন্তব্য , আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা চলছে। কংগ্রেস সূত্রে খবর, বাংলায় তৃণমূলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন ভাগাভাগির কাজ সুনিশ্চিত করতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে নিজে কথা বলেছেন রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনওভাবেই কোনও বিরুপ মন্তব্য যাতে অধীর না করেন, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহুল। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের ফাঁকে অধীরের সঙ্গে একান্ত আলাপচারিতায় পশ্চিমবঙ্গের পথ নির্দেশ দেওয়ার পরেই মঙ্গলবার নাগাল্যান্ডের সাংবাদিক বৈঠকে I.N.D.I.A. জোটের আসন ভাগাভাগি নিয়ে মন্তব্য করার সময়ে রাহুলকে এত বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে বলেই কংগ্রেস সূত্রের দাবি৷

সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত শুক্রবার দলীয় নেতৃত্বের সঙ্গে একান্ত বৈঠকে সাফ জানান, ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই খাড়গে সুস্পষ্ট আভাস দেন বিজেপি বিরোধিতায় তৃণমূল সভানেত্রীকে সঙ্গে নিয়েই পথ চলতে চায় কংগ্রেস এবং I.N.D.I.A. জোট।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version