Thursday, August 21, 2025

আগামিকাল ডার্বি, বড় ম্যাচ নিয়ে কী বললেন ক্লিফোর্ড মিরান্ডা ?

Date:

আগামিকাল সুপার কাপে মেগা ম্যাচ। কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে সমর্থকদের মধ্যে। পিছিয়ে নেই দু’দল। প্রস্তুতিতে ব্যস্ত ইস্ট-মোহন। সুপার কাপে জয় পেলেও এখনও নিজেদের মেলে ধরতে পারেনি সবুজ-মেরুন। জাতীয় দলে যোগ দেওয়ায় মোহনবাগানের সাত জন ফুটবলার নেই। তাই দল গোছাতে সমস্যায় বাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার। এরই মধ্যে একজনের চোট। অর্থাৎ, ডার্বিতে আটজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না তারা। তারপরেও চাপ নিতে নারাজ মিরান্ডা। প্রধান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস এখনও কোচের দায়িত্ব না নেওয়ায় ডার্বিতে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মিরান্ডা।

এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের জায়গা নির্ভর করছে। সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আমার প্রথম ডার্বি। তাই আমি উত্তেজিত। তবে ডার্বির আগে অতিরিক্ত এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের এদিন সাংবাদিক সম্মেলনে মিরান্ডা বলেন, “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের চাপ নিতে চাই না। আমার কাছে এটা আরও একটা ম্যাচ। নিজের দায়িত্ব পালন করব। ফুটবলারেরাও নিজের খেলা খেলবে। জানি এই ধরনের ম্যাচে পুরো শক্তির দল থাকা দরকার। আমাদের আট জন নেই। যারা আছে তারা নিজেদের ১০০ শতাংশ দেবে। তা হলেই জিতব।’’

এদিন ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দলের ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। বড় ম্যাচের গুরুত্ব তিনি জানেন। জানেন, এই প্রতিযোগিতার গুরুত্বও। এই নিয়ে হামিল বলেন, ‘‘ডার্বিতে খেলার জন্য আলাদা করে কোনও অনুপ্রেরণা লাগে না। কয়েকটা ডার্বি খেলেছি। তাই জানি সমর্থকদের কাছে এই খেলার গুরুত্ব কতটা। সূচি ঘোষণা হলে সবাই আগে দেখে ডার্বি কবে। এই ম্যাচ জিততে পারলে এশিয়ার ফুটবলে খেলার একটা সুযোগ পাওয়া যাবে। তাই আমরা মুখিয়ে আছি।“

আরও পড়ুন- আফগানদের বিরুদ্ধে সিরিজ জিতেই টি-২০ বিশ্বকাপ নিয়ে নিজের দলের ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি রোহিতের, কী বললেন ভারত অধিনায়ক?

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version