Friday, August 22, 2025

মহকুমা হবে ধূপগুড়ি, কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সে প্রক্রিয়া বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল আইনি জট। অবশেষে আইনি জট কাটিয়ে মহকুমা অনুমোদন পেল ধূপগুড়ি। নবান্নের তরফে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হল বৃহস্পতিবার।

উপনির্বাচনের আগে নির্বাচনি প্রচারে গিয়ে ধূপগুড়ি মহকুমা হবে বলে কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধূপগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা দেন, মহকুমা হবে ধূপগুড়ি। মন্ত্রিসভাতেও পাশ হয় ধূপগুড়ি মহকুমার প্রস্তাব। এরপর এই বিষয়টির আইনি প্রক্রিয়া চলছিল। চলতি সপ্তাহে রাজ্যের সর্বোচ্চস্তরে এ বিষয়ে আলোচনা হয়। তার কয়েকদিনের মধ্যেই মহকুমার অনুমোদন পেল ধূপগুড়ি। অনুমোদন পাওয়ার খবর মিলতেই ধূপগুড়িতে শুরু হয়েছে উৎসব। আবির খেলে, মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন ধূপগুড়ির বাসিন্দা। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফে জানা গিয়েছে, সরকার ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই বিষয়টি আইনি জটে আটকে ছিল। মামলার ফাইল ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এরপর সমস্যা মেটাতে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর এই সমস্যা যাতে দ্রুত মেটে তার জন্য। কারণ, বিষয়টি ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। মনে হচ্ছে আমরাই প্রতিশ্রুতি দিয়েছি অথচ আমরাই আটকে রেখেছি। এরপরই আইনি জটিলতা কাটিয়ে মহকুমার তকমা পেল ধূপগুড়ি।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version