Saturday, November 8, 2025

মন্দিরে গিয়ে কন্যাদান! কার পিতার ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Date:

নিঃসন্তান হয়েও কন্যার পিতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার গুরুভায়ুরে (Gurubhayur) এক কন্যার বিয়েতে কন্যাদানের মধ্যে দিয়ে নতুন পরিচয় পেলেন তিনি। এমনকি রীতি অনুসারে রীতিমত গলবস্ত্র হয়ে অতিথিদের সেবাও করতে দেখা গেল তাঁকে। মন্দির রাজনীতিতে অভ্যস্থ প্রধানমন্ত্রী এ হেন পরিস্থিতিতে থেমে যাওয়ার মানুষ কখনই নন। ফলে তিনি রীতিমত উপভোগ করলেন গোটা পর্ব।

বর্তমানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ও প্রসিদ্ধ তীর্থস্থানগুলিতে দর্শন সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালা সফর চলাকালীন তাঁর আমন্ত্রণ ছিল কেরালার বিখ্যাত অভিনেতা সুরেশ গোপীর মেয়ের বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন কেরালার ঐতিহ্যবাহী (traditional) পোশাকে। গায়ে শার্ট, পরণে সোনালী চেকের লুঙ্গির মতো করে পরা ধুতি, গলায় সোনালী চেকের কাপড়। কেরালায় এভাবেই মেয়ের বিয়ের সময় উপস্থিত থাকতে হয় মেয়ের বাবাকে। সুরেশ গোপীর মেয়ের বিয়েতে তাঁর বাবার ভূমিকাতেই মনে মনে বসিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

সুরেশ গোপী বিজেপির প্রাক্তন সাংসদ। সেই সূত্রে দিল্লিতে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে সাক্ষাৎও করেছিলেন অভিনেতা সাংসদ। সেই সূত্রে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পুরোনো যোগাযোগ। তাঁরই মেয়ের বিয়েতে কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে এসে নিজে পাত্রী ও পাত্রের হাতে মালা তুলে দেন। সেই মালাতেই মালাবদল পর্ব সারা হয়। বিবাহ পর্বের সময় মণ্ডপের পাশে ঠায় দাঁড়িয়েও থাকেন। বিবাহ পর্বের শেষে নববিবাহিত দম্পতি আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রীর পা ছোঁয়। তখন পাত্রের হাতে পাত্রীর হাত তুলে দিয়ে নিজের দুহাতে মধ্যে রেখে কন্যাদান পর্ব শেষ করেন।

প্রধানমন্ত্রীই ছিলেন সুরেশ কন্যার বিয়ের প্রধান অতিথি। তবে তিনি ছাড়াও দক্ষিণের বেশ কিছু সুপারস্টারকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version