Sunday, August 24, 2025

শুক্রেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কবে থামবে দু.র্যোগ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

বৃহস্পতিবারের মতো শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় (Fog) মুখ ঢেকেছে রাজ্য। বেলা বাড়তে সূর্যের মুখ দেখা গেলেও বইছে ঠান্ডা হাওয়া। পাশাপাশি বৃহস্পতিবারের বৃষ্টির (Rain) জেরে অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। যার জেরে কার্যত জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর। স্বাভাবিকের অনেকটা নিচে সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)। কিন্তু আকাশে মেঘ থাকার কারণে রাতে পারদপতনে বাধা। বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের ২ জেলায়, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়েও। এছাড়াও উত্তরবঙ্গের এই দুই জেলায় তুষারপাতেরও (Snowfall) সম্ভাবনা রয়েছে। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, আপাতত কুয়াশার হাত থেকে রেহাই মিলবে না রাজ্যবাসীর।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। এছাড়াও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। অন্যদিকে কলকাতায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। শুক্রবার শহরে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। এদিকে কুয়াশা ও বৃষ্টির কারণে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন থেকে চার দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। হিমাঙ্কের নীচে নামতে পারে দার্জিলিঙের তাপমাত্রা।

 

 

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version