Wednesday, December 17, 2025

ভিক্টোরিয়া হাউসের সামনে ISF-এর সভায় ‘না’! ডিভিশন বেঞ্চের রায়ে বিপাকে নওশাদ

Date:

Share post:

ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে সভা করতে পারবে না আইএসএফ (ISF)। শুক্রবার সিঙ্গল বেঞ্চের (Division Bench) নির্দেশকে খারিজ করে সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চ (Division Bench)। আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের শহরকে নতুন করে অশান্ত করার চেষ্টায় সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। কিন্তু বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে (Single Bench) কিছুটা স্বস্তি পেলেও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ধাক্কা খেলেন নওশাদ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আর তারপরই প্রধান বিচারপতি জানান, নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। তবে ভিক্টোরিয়া হাউজ বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। কিন্তু সভা করতে গেলে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চের শর্ত মানতে হবে আইএসএফ কর্মী সমর্থকদের।

রাজ্যের তরফে সাফ যুক্তি, একইদিনে শহরে একাধিক কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেকারণেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। এরপর বৃহস্পতিবারই শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ জানুয়ারি সভা করার অনুমতি দেয়। কিন্তু গত বছর আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রানি রাসমণি রোড। আর সেই অশান্তির আশঙ্কা থেকেই হাই কোর্টে সভার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি শেষে শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ তারিখ সভা করার অনুমতি দেওয়া হয়। ১ হাজারের বেশি লোক নয় সভায়, সভার দায়িত্বে যিনি তাঁর নাম আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথায় মাথায় রেখেই রাজ্য এই সভায় আপত্তি জানায়। আর সেকারণেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

 

 

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...