মিজোরামে বসে কলকাতার ব্যবসায়ীর থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অবশেষে মিজোরামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তের নাম লালন পুঁইয়া।

পুলিশ সূত্রে খবর, ফুলবাগান এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন, বিপুল টাকার পণ্যসামগ্রী অর্ডার করেন লালন পুঁইয়া নামের এক ব্যক্তি। তারপর প্রথমে কিছু টাকা দিলেও,পরবর্তীতে আর টাকাই দিচ্ছিলেন না লালন। টাকার জন্য চাপ দিতেই ওই ব্যবসায়ীকে ভুয়ো ব্যাংক নথি পাঠান ব্যবসায়ী লালন পুঁইয়া। এরপরেই ফুলবাগান থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
প্রায় ২ কোটি ৩৫ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফুলবাগান থানার পুলিশ। কিছুদিন আগে ফুলবাগান থানার পুলিশের একটি টিম প্রথমে আইজল যায়। এরপর স্থানীয় থানার পুলিশের সহযোগিতা নিয়ে মিজোরামে পৌঁছে অভিযুক্ত ব্যবসায়ী লালন পুঁইয়ার অফিসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিস। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়ছে ধৃতকে। প্রতারণার সঙ্গে যুক্ত আরও এক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কলকাতার আরও কোনও ব্যবসায়ীর সঙ্গে একই ভাবে প্রতারণা করা হয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- প্রথম উইকেন্ডেই জমজমাট ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ!