Saturday, November 8, 2025

ফের লাইনচ্যুত মালগাড়ি! চূড়ান্ত হ.য়রানি যাত্রীদের, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

ফের লাইনচ্যুত (Derailed) মালগাড়ি (Goods Train)। ঘটনার জেরে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) নন্দাইগাজন রেল স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত (Derailed) হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। সকাল সকাল কাজে বেরিয়ে চরম হয়রানির শিকার যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে মালগাড়িটিকে রেল লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে আচমকা এই বিপত্তির কারণে, দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

খড়্গপুর-হাওড়া শাখায় প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সাত সকালে এই বিপত্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে আচমকা কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। জোরকদমে মালগাড়িটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। তবে কীভাবে এই বিপত্তি ঘটল, তার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

রেল সূত্রে খবর, শনিবার হাওড়া-খড়্গপুর শাখায় ছ’টি আপ এবং আটটি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হল— ৩৮৭০৩ ও ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪০৩, ৩৮৪১১, ৩৮৪০৯ ও ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল। এছাড়াও, ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৮৭০৮ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল, ৩৮৩০৬ মেচেদা হাওড়া-লোকাল, ৩৮৭১৪ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪১২, ৩৮৪২২, ৩৮৪১৮ ও ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া লোকাল।

 

 

 

 

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version