Saturday, May 3, 2025

প্রথম উইকেন্ডেই জমজমাট ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণ!

Date:

“ওই ডাকছে বই…
যেন পাতায় পাতায় লেখা অনেক কথা শুধু তোমার আমার”
মনের কথা বইয়ের হরফে প্রকাশ পেয়েছে। অজানা তথ্য চেনা হয়েছে পাঠকের হৃদয়ে। শুরু হয়েছে কলকাতা তথা বাঙালির আবেগের বইমেলা। গত ১৮ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। প্রথম দিন থেকেই ভিড় চোখে পড়ার মতো। শীতের আমেজ গায়ে মেখে সোয়েটার- কম্বলের সঙ্গেই হাত ভর্তি বই নিয়ে স্টলে স্টলে সব বয়সীদের উৎসাহী মুখ জানিয়ে দিচ্ছে প্রথম উইকেন্ডেই সুপারহিট এবারের বই উৎসব।

বই মানুষের সবথেকে কাছের বন্ধু। জীবনের যেকোনও আবেগকে ভাষায় প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম এই বই। বাঙালি বরাবরই নানা ধরণের সাহিত্য চরিত্রে নিজের অস্তিত্ব আর পছন্দের মেলবন্ধন করতে চেয়েছে। তাই বইমেলার অমোঘ আকর্ষণ আজও অটুট। ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইপ্রেমী, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। ১৯৯৮ ও ২০১৫ সালের পর ফের কলকাতা বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। মেলায় যোগ দিয়েছে ১১টি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক প্রকাশনা সংস্থা। রয়েছে ফ্রান্স, ইটালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানি ও বাংলাদেশ। এবারের মেলায় বাংলাদেশের ১০টি সরকারিসহ ৪৩টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। রয়েছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র সহ আরও অনেকে। আজ মেলা প্রাঙ্গণে বাংলাদেশ দিবস পালিত হয়। এ উপলক্ষে এক বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক চিন্ময় গুহ, কবি সুবোধ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

এবারের কলকাতা বইমেলায় নামী স্টল যেমন আনন্দ পাবলিশার্স, দীপ প্রকাশন, দেব সাহিত্য কুটিরে চেনা উন্মাদনা ধরা পড়ল শনিবারের বিকেলে। তবে আলাদা করে বলতেই হয় ‘জাগো বাংলা’ স্টলের কথা। সারা বইমেলার সবথেকে বেশি আকর্ষণ যেন এই স্টলকে কেন্দ্র করেই। সংবিধান থিমকে সামনে রেখে তৈরি হওয়া এই বুক স্টলের নান্দনিক সাজ আর সাংস্কৃতিক উপস্থাপনা বাড়তি পাওনা।

বইমেলার গন্ধে মাতোয়ারা সেন্ট্রাল পার্ক জুড়ে এদিন এদিক গিটার হাতে দেখা গেল একাধিক সঙ্গীত প্রতিভাকে।

কেউ ব্যস্ত লিস্ট মিলিয়ে বই কিনতে, কেউ আবার মোবাইলে ভিডিও রেকর্ড করছেন মন দিয়ে। ছোটদের চোখে অনেক প্রশ্ন, কোথাও আবার হাতে ম্যাপ নিয়ে কাঙ্খিত স্টলের লোকেশন খুঁজে বের করার চেষ্টা চলছে। সেলিব্রেটি থেকে মন্ত্রী আমলা সকলেই আজ বইয়ের টানে এই প্রাঙ্গণে। এ যেন সত্যিকারের মিলন উৎসব। আগামিকাল প্রথম রবিবারে রেকর্ড ভিড়ের আশায় গিল্ড কর্তারা।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version