Sunday, November 16, 2025

১০১-র পাল্টা ১০০১ কেজি! দিলীপকে টেক্কা দিয়ে রামমন্দিরে গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত

Date:

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রামলালার স্নানের জন্য পাঠিয়েছেন ১০১ কেজি মধু। তাঁকে তো হাত গুটি থাকলে চলবে না, নম্বর কমে যাবে। এবার তাই রামমন্দিরে ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বালুরঘাট থেকে অযোধ্যায় (Balurghat to Ayodhya) গিয়েছে এই চাল।

সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিভিন্ন নদী, সাগর, হ্রদের জল, ঘি, মধু, ডাবের জলে স্নান করানো হবে রামলালাকে। কোন রাজ্য থেকে কী আসবে তা পরিষদ থেকে ঠিক করে দেওয়া হয়। বাংলার ভাগে পড়ে মধু। কিছুদিন আগেই জিআই ট্যাগ পয়েছে সুন্দরবনের মধু। সেই মধু পাঠানোর ভার দেওয়া হয় বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতিকে। দিলীপ জানান, ১০১ কেজি মধু পাঠিয়েছেন তিনি। দিলীপ বলেন, কার্যকর্তাদের ৬ মাস সময় লেগেছে এই মধু সংগ্রহ করতে। একত্রে অযোধ্যায় পাঠানো হয়েছে।

দিলীপের পরেই ময়দানে নেমে পড়েন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে ১০০১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে বিভাজন স্পষ্ট। দিলীপ মধু পাঠানোর পরেই উপযাজক হয়েই নাকি চাল পাঠিয়েছেন সুকান্ত।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version