Thursday, August 21, 2025

রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল দিল্লি এইমস কর্তৃপক্ষ। তারপরই দেশের প্রথম সারির সরকারি হাসপাতালের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। তার জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করল দিল্লি এইমস (AIIMS) কর্তৃপক্ষ। হাসপাতালের আউটডোর বিভাগ খোলা রাখার সিদ্ধান্তের পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবা খোলা রাখার কথা জানানো হল।

২২ জানুয়ারি কেন্দ্র সরকার বেলা ২.৩০ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সেই অনুসারে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন এইমস কর্তৃপক্ষ ২.৩০ পর্যন্ত ছুটির ঘোষণা করে। জরুরি পরিষেবা ছুটির আওতায় আসবে না এমনটাও জানানো হয়েছিল। শনিবারই এই ঘোষণা করা হয়েছিল দিল্লি এইমস-এর পক্ষ থেকে। কিছুদিন আগে এক দুরারোগ্য ব্যধির শিকার প্রৌঢ়ের চিকিৎসা না করে বারবার ঘোরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দিল্লি এইমস। চাপের মুখে সেই রোগীর বাড়ি গিয়ে চিকিৎসা করে আসে এইমস-এর ডাক্তাররা।

দিল্লি এইমস-এর (AIIMS, Delhi) বিজ্ঞপ্তির পর বিরোধী রাজনৈতিক দল থেকে চিকিৎসক মহলেও সমালোচনা শুরু হয়। তবে দিল্লি এইমস-এর পাশাপাশি তেলেঙ্গানার বিবিনগর (Bibinagar) এইমস-ও অর্ধদিবস ছুটির ঘোষণা করে। শুক্রবারই বিজ্ঞপ্তি জানানো হয় বিবিনগর এইমস-এর পক্ষ থেকে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে দিল্লি এইমস। তবে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত বহালই রেখেছে বিবিনগর এইমস কর্তৃপক্ষ।

দিল্লি এইমস-এর পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোগীর সুবিধার্থে আউট পেসেন্ট সার্ভিস (OPD) চালু থাকবে (seamless service) সোমবার ২২ জানুয়ারি। সেই সঙ্গে জরুরি বিভাগও (emergency services) খোলা থাকবে। বারবার এভাবে সমালোচনায় পড়া ও তারপর পিছু হটার ঘটনায় এবার বেশ খানিকটা ব্যাকফুটে দিল্লি এইমস।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version