Sunday, November 2, 2025

হাফ ম্যারাথনে দু.র্ঘটনা! তোরণ ভেঙে আ.হত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ভর্তি হাসপাতালে

Date:

রবিবার সাতসকালেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে হাফ ম্যারাথন (Half Marathan)। এদিন সকাল হতেই রেড রোডে (Red Road) হাজির সমস্ত বয়সের মানুষ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ও স্বাভাবিকভাবে শুরু হলেও আচমকাই ঘটল দুর্ঘটনা। এদিন ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, এদিন ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়। আর যার জেরে দুর্ঘটনার কবলে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (Additional CP) মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। জানা গিয়েছে এদিন ওই তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁকে ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, মুরলিধর শর্মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে বলে খবর। তবে এদিন শুধু মুরলিধর শর্মাই নন এদিন ম্যারাথনে অংশগ্রহণকারী একটি মহিলারও চোট লেগেছে বলে খবর। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার ভোরে রেড রোডে শুরু হয় ম্যারাথন। কলকাতা পুলিশের তরফে আয়োজিত ম্যারাথনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা। এদিনের ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশনাল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। আচমকা দমকা হাওয়ায় সেই গেটটি ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর।

 

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version