Saturday, August 23, 2025

পারদপতন অব্যহত! রবিবারও রাজ্যের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

বৃষ্টি (Rain) বিদায় নিলেও এক ধাক্কায় রাজ্যের পারদ (Temperature) নেমে গেল বেশ খানিকটা। শনিবার কলকাতার (Kolkata) সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও সবর্নিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

আগামী ২৪ ঘণ্টা সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে ২১ ডিগ্রির আশেপাশে অর্থাৎ শনিবারের মতো রবিবারও কনকনে ঠান্ডা অনুভূত হবে।

পাশাপাশি রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একই রকম পরিস্থিতি থাকবে আরও পাঁচ দিন। সেক্ষেত্রে গত কয়েক দিন আগের মতো কলকাতার পারদ ১২ ডিগ্রির নীচে নামে কিনা সেটাই দেখার। এছাড়াও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমানের তাপমাত্রাও ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানোটা ঠান্ডা। পাশাপাশি সিকিমের বৃষ্টিপাতের জেরে দার্জিলিংয়ের পারদ নেমেছে ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তারই জেরে তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে।  এদিকে গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।

এদিন হাওয়া অফিস জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

 

 

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version