রবিবাসরীয় বইমেলায় উপচে পড়ল ভিড়, শিশু দিবসের আনন্দে মাতলো ছোটরা

রমরমিয়ে চলছে বই-পার্বণ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একেতো জমিয়ে শীত পড়েছে তারপরে রবিবার। সব মিলিয়ে বইমেলায় প্রায় ৫ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিটি স্টলে এদিন দীর্ঘ লাইন পড়ে বইপ্রেমীদের। বিশেষ করে  লিটল ম্যাগাজিনে ভিড় ছিল চোখে পড়ার মতো ।

মেলার বেশিরভাগ স্টলে বিক্রিও ছিল দারুণ। শহর এবং বাইরের বইপ্রেমীরা দিনভর মেলার মাঠে ভিড় করতে থাকেন। ভিড়ের কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বিকেল গড়াতেই ভিড়ও বাড়ে। যার ফলে হিমশিম খান স্টলের কর্মীরা।

এদিন বইমেলায় কেউ এসেছিলেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছিলেন একা। সকলেই এদিন আন্তর্জাতিক বইমেলা উপভোগ করেছেন। তবে লিটিল ম্যাগাজিনের যারা স্টল দিয়েছেন তাদের বক্তব্য, রবিবার যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেই তুলনায় কিন্তু বিক্রি অনেকটাই কম। তবে তারা মোটেই হতাশ নন।

প্রসঙ্গত, বইমেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রোও। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি টাকার বই বিক্রি হবে বলে আশাবাদী বই-বিক্রেতারা। এদিন বইমেলায় শিশু দিবস পালিত হয়। সেই উপলক্ষে ছোটদের জন্য ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা ও আরও নানা চমক।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নজিরের সামনে দাঁড়য়ে বিরাট