Wednesday, November 12, 2025

সম্পত্তি কর আদায়ে বৃদ্ধি, রাজ্যকে বিশেষ ইনসেনটিভ পাঠাচ্ছে কেন্দ্র

Date:

গত আর্থিক বছরে রাজ্যের জিডিপির তুলনায় বৃদ্ধি পেয়েছে সম্পত্তি কর আদায়। এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে বিশেষ ইনসেনটিভ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এই ইনসেনটিভ বাবদ রাজ্যকে ২০০ কোটি টাকা দিতে চলেছে । রাজ্য প্রশাসনসূত্রে খবর, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে সব রাজ্যকে জানানো হয়েছিল, রাজ্যের মোট বাৎসরিক উৎপাদনের(এস জি ডি পি)তুলনায় সম্পত্তি কর বেশি আদায় হলে, সেই সব রাজ্যগুলিকে বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে। এ রাজ্যে ২০২১–২২ অর্থ বর্ষের তুলনায় ২০২২–২৩ অর্থ বছরে, এসজিডিপি বৃদ্ধি হয়েছে ৯.‌১৯ শতাংশ।

পুরসভাগুলিতে সম্পত্তি কর আদায় হয়েছে রাজ্যের জিডিপি বৃদ্ধির তুলনায় গড়ে ৩০ শতাংশ। তথ্য বলছে, ১২৮টি পুরসভার মধ্যে ৭২টি পুরসভাতেই এসজিডিপির তুলনায় ৩০ শতাংশ বেশি সম্পত্তি কর আদায় হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও। ১২৮টির মধ্যে তিনটি— ফালাকাটা, ময়নাগুড়ি ও বালি নতুন পুরসভা। তাই এই তিনটির তথ্য এখনও পাওয়া যায়নি। বাকি পুরসভার দেওয়া তথ্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ ২০০ কোটি টাকা উৎসাহ ভাতা পাচ্ছে। এই রাজ্যের পাশাপাশি তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশেরও।

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version